শেষ আপডেট: 5th December 2024 20:01
প্রীতি সাহা
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ঘটে চলা লাগাতার হিংসার ঘটনা নিয়ে এবার সরব হলেন বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়িকা অগ্নিমিত্রা পল।
ইউনুস সরকারের হুঁশ ফেরাতে গত সোমবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা সীমান্তে প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার টানা সাতদিন ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা। একই সঙ্গে বললেন, "এই ভারতবর্ষ জহরলাল নেহেরুর ভারতবর্ষ নয়! যে থাপ্পড় মারলে আর এক গাল বাড়িয়ে দেব। এখন থাপ্পড় মারলে ব়্যাফেল ছুঁড়ব। চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা আমরা রাখি।"
এদিন দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অগ্নিমিত্রা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর এই নির্যাতন পূর্ব পরিকল্পিত। ১৯৪১ সালে বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা ছিল ২৮ শতাংশ, ওদের অত্যাচারে সেই সংখ্যা কমে এখন ৭ শতাংশে দাঁড়িয়েছে। ইউনুসের সরকার ওদেশে হিন্দুদের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে চায়।
অগ্নিমিত্রার হুঁশিয়ারি, "ওরা ভেবে নিয়েছে হিন্দুরা খুব সফট জাত। এদের নিয়ে যা খুশি করা যায়। আর মানব না। এবার শুধু সময়ের অপেক্ষা। ইউনুস শুধরে যান না হলে অপমানের জবাব কীভাবে দিতে হয় আমরা জানি। দেখেছেন তো পাকিস্তানকে আমরা কীরকম চুপ করিয়ে দিয়েছি। ওদেরও চুপ করাতে ভারতের ২ মিনিট লাগবে না।"
প্রসঙ্গত, শুধু সংখ্যালঘুদের ওপর নির্যাতনই নয়, ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, ভারতের জাতীয় পতাকার ওপর প্রস্রাব করছেন বাংলাদেশিরা। অগ্নিমিত্রা বলেন, "ওরা ভুলে গেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য ভারতের ১৭ হাজারের বেশি সৈনিক প্রাণ দিয়েছিলেন। আজকে সেই পতাকার ওপর পেচ্ছাপ করছে। এর চেয়ে নিন্দনীয় আর কী হতে পারে।" প্রশ্ন তুলেছেন, "ভারতের মুসলিমরা কেন প্রতিবাদ করছেন না, আমরা তো তাঁদের ভারতীয় বলে মনে করি।"
এরপরই টানা সাতদিন সীমান্ত অবরোধের ডাক দিয়ে অগ্নিমিত্রা বলেন, "শুভেন্দুদাকে বলব, এবার আর একদিনের জন্য নয়, লাগাতার ৭ দিনের জন্য সীমান্ত বন্ধ করুন। আমরা এমএলএ-রা সকাল-রাত সীমান্ত পাহারা দেব। ওরা আমাদের ভাই, বোনেদের ওপর অত্যাচার করবে, আর আমরা ভালবেসে পেঁয়াজ, ডিম পাঠাব। এটা হতে পারে না।"
বিজেপি নেত্রীর অভিযোগ, "কংগ্রেস সরকার আর জহরলাল নেহেরু ভারতবাসীকে ধোঁকা দিয়েছেন। এমনকী ইতিহাসও ভুল পড়িয়েছে।"