শেষ আপডেট: 15th June 2024 15:23
দ্য ওয়াল ব্যুরো: জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন জামাই। সেই সুযোগে ঘরের দরজা ভেঙে সাত ভরি সোনার গহনা, নগদ লাখ টাকা আর চার মণ কাঁসার বাসন নিয়ে পালাল চোর!
বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার নেরুলি শিবতলা এলাকার ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চোরের হদিশ মেলেনি এখনও।
গৃহকর্তা দেবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "আমাদের এলাকায় চুরি, ছিনতাইয়ের উপদ্রব কোনওদিন ছিল না। ঘটনার জেরে সকলেই আতঙ্কিত হয়ে পড়েছেন।"
তিনি জানান, "স্ত্রী, সন্তানদের নিয়ে গত বুধবার জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। পরের দিন সকালে বাবা ফোন করে চুরির খবর দেয়।"
দেবপ্রসাদের পাশেই তাঁর বাবা বজ্রগোপাল মুখোপাধ্যায়ের বাড়ি। তাঁর কথায়, "রাতে গরমে বারান্দায় ঘুমিয়েছিলাম। কিন্তু দরজা ভাঙার কোনও আওয়াজ পাইনি। সকালে ছেলের ঘরের দরজা খোলা অথচ সাড়া না পেয়ে পাশের বাড়ির একজন আমাদের ডাকতে আসে। গিয়ে দেখি, ছেলের ঘরের দরজার তালা ভাঙা, আলমারির পাল্লাও ভাঙা। গোটা ঘর তছনছ।"
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।