শেষ আপডেট: 9th February 2024 21:02
দ্য ওয়াল ব্যুরো: বাংলা থেকে রাজ্যসভার পাঁচটি আসন শূন্য হচ্ছে এপ্রিল মাসে। বিধানসভায় বিধায়ক সংখ্যার নিরিখে ওই পাঁচটি আসনের মধ্যে চারটিই পাওয়ার কথা তৃণমূলের। একটি পাওয়ার কথা বিজেপির।
সূত্রের খবর, ওই একটি আসনের জন্য প্রার্থী বাছাই করতে ৮ জনের একটি তালিকা পাঠানো হয়েছে দিল্লিতে। কার কী যোগ্যতা, কেন তাঁর নাম বিবেচনা করা হচ্ছে, সে ব্যাপারে প্রতিটি নামের পাশে একটি করে অনুচ্ছেদ লেখা হয়েছে। এবার কাকে প্রার্থী করা হবে তা রাজ্যের সঙ্গে আলোচনা করে স্থির করবেন অমিত শাহরা।
গত বছর রাজ্যসভা ভোটে উত্তরবঙ্গের কোচবিহারের কামতাপুরী নেতা অনন্ত মহারাজকে প্রার্থী করেছিল বিজেপি। এবার দক্ষিণবঙ্গ থেকে কাউকে পাঠাতে চাইছে। দ্য ওয়ালে আগেই লেখা হয়েছিল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক নেত্রীর নাম প্রস্তাব করেছেন।
সূত্রের খবর, মোট যে ৮ জনের নাম শর্টলিস্ট করা হয়েছে তার মধ্যে রয়েছেন চার জন মহিলা। তাঁরা হলেন প্রাক্তন পুলিশ অফিসার ভারতী ঘোষ, অভিনেত্রী অঞ্জনা বসু, রূপা গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে চিকিৎসক মধুছন্দা করের নাম প্রস্তাব করা হয়েছে।
ভারতী ঘোষকে বিজেপিতে এনেছিলেন মুকুল রায়। মুকুলবাবু এখন বিজেপি থেকে সরে গেলেও ভারতী দলের জন্য পরিশ্রম করছেন। তা ছাড়া ভারতী সিরিয়াস বলে দলে অনেকের মত। অভিনেত্রী অঞ্জনা বসুকেও বিজেপিতে আনার নেপথ্যে ছিলেন মুকুল রায়।
তবে একটি সূত্রের মতে, রূপার সম্ভাবনা কম। কারণ, এর আগে রাজ্যসভার মনোনীত সদস্য ছিলেন তিনি। তা ছাড়া রূপার রাজনৈতিক বোধ নিয়ে দলের অনেকের মনেই সংশয় রয়েছে।
রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করার শেষ দিন হল ১৫ ফেব্রুয়ারি। বিজেপি সূত্রের মতে, কাল পরশুর মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করে দেবেন দলের কেন্দ্রীয় নেতারা।