Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
SSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থান
Samudrasathi Allowance

সমুদ্রে ব্যান পিরিয়ড চলছে, সমুদ্রসাথী ভাতাও মেলেনি, সঙ্কটে দিঘা উপকূলের মৎস্যজীবীরা

পূর্ব মেদিনীপুর জেলা উপকুলের লক্ষাধিক মৎস্যজীবী সেই ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠল।

সমুদ্রে ব্যান পিরিয়ড চলছে, সমুদ্রসাথী ভাতাও মেলেনি, সঙ্কটে দিঘা উপকূলের মৎস্যজীবীরা

শেষ আপডেট: 21 May 2025 14:30

অভিজিৎ মান্না, পূর্ব মেদিনীপুর 

১৫ ই এপ্রিল থেকে ১৪ ই জুন, দু'মাসের এই ব্যান পিরিয়ডে মৎস্যজীবীদের সংসার চালাতে যাতে কোনও অসুবিধা না হয়, তারজন্য  "সমুদ্রসাথী" প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পে ১০ হাজার টাকা করে এককালীন ভাতা দেওয়া হবে বলে জানানো হয়। বাস্তবে পূর্ব মেদিনীপুর জেলা উপকুলের লক্ষাধিক মৎস্যজীবী সেই ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠল।

সাধারণভাবে সমুদ্রে ৮০ থেকে ১২০ নটিক্যাল মাইল দূরে ইলিশের ঝাঁক ঘোরাফেরা করলেও গ্রীষ্ম শুরু হতেই উপকূলের দিকে চলে আসে তারা। পরবর্তীতে শুরু হয় হালকা বৃষ্টি। এই ইলশেগুড়ি বৃষ্টিতে ইলিশ ডিম ছাড়ে। ছোট ইলিশ রক্ষার জন্য ১৫ ই এপ্রিল থেকে ১৪ ই জুন সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা থাকে মৎস্যজীবীদের। মাছ ধরা বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম থেকে হয় ছোট মৎস্যজীবীদের। তাঁদের কথা বিবেচনা করেই ২০২৪ সালে "সমুদ্রসাথী" প্রকল্প ঘোষণা করে মৎস্যজীবীদের ১০ হাজার টাকা করে এককালীন ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। বাস্তবে সেই ভাতা মিলছে না বলে অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলা উপকুলের মৎস্যজীবীদের।

ব্যান পিরিয়ড চলায় উপকূল এলাকার হাজার হাজার মৎস্যজীবীর আয় পুরোপুরি বন্ধ। মৎস্যজীবী কবিতা লালা বলেন, আমার স্বামী মাছ ধরে যে রোজগার করেন তা দিয়েই চলে আমাদের। আর তো কোনও বাড়তি রোজগার নেই। এই দু'মাস আমাদের কীভাবে চলে আমরাই শুধু জানি। ভাতা পাব বলে শুনেছিলাম, তাও পেলাম না।" আরেক মৎস্যজীবী দেবদুলাল বর বলেন, সমুদ্রের ধারে আমাদের ঘর। মাছ ধরা ছাড়া আর কীই বা পারি আমরা। তাও বছরে দু'মাস কোনও কাজ থাকে না। সরকার ভাতা দেবে বলেছিল, সেটাও পাচ্ছি না।"

মৎস্যজীবী সংগঠনের দাবি, উপকূলের প্রায় কুড়ি শতাংশ অর্থাৎ লক্ষাধিক মৎস্যজীবী দারিদ্রসীমার নীচে বসবাস করেন। যারা ছোট নৌকা নিয়ে সমুদ্রে যান, তাদের জীবন জীবিকা কেবলই মাছ ধরা। তাঁদের অবস্থা সবচেয়ে শোচনীয়। সংগঠনের পদাধিকারী দেবাশিস শ্যামল বলেন, ভাতার টাকা না মেলায় কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে। অথচ রাজ্যের বাজেট বা প্রশাসনিক স্তরে এখনও পর্যন্ত এই ভাতা প্রদানের কোনও উল্লেখ নেই।"

তাঁদের আরও অভিযোগ, কেন্দ্র সরকারের তরফে যে ভাতা প্রকল্প ছিল, সেটিও বন্ধ হয়ে গেছে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে। ফলে এই ব্যান পিরিয়ডে রাজ্য ও কেন্দ্র—দুই দিকের সাহায্যই থেকেই বঞ্চিত হচ্ছেন তাঁরা। দেশের অন্যান্য উপকূলীয় রাজ্যগুলিতে ক্ষুদ্র মৎস্যজীবীদের ব্যান পিরিয়ডের আওতার বাইরে রাখা হলেও পশ্চিমবঙ্গে তাঁদের উপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে, এটাও সম্পূর্ণ অযৌক্তিক। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট, জলধা, বাঁকিপুট, হরিপুর-সহ একাধিক এলাকায় মৎস্যজীবীদের প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিশ্রুত ভাতা না দেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তবে এ ব্য়াপারে কিছু বলতে চাননি মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।


ভিডিও স্টোরি