শেষ আপডেট: 8th January 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় কাজের কোনও অসুবিধে নেই। বুধবার ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্টস উইক উদযাপন অনুষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের বললেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, "বাংলায় কাজের অসুবিধা নেই। বাইরে পড়তে হলে পড়ো, পড়ে চলে এসো।"
গত বছর ইউক্রেনে যুদ্ধের পরিস্থিতির জেরে সেদেশে ডাক্তারি পড়তে গিয়ে অথৈ জলে পড়েছিলেন বাংলার পড়ুয়ারা। ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে ছেলেমেয়েগুলোর তো ভবিুষ্যত নষ্ট হতে বসেছিল। আমরা কিন্তু তাদের সকলের পড়ানোর ব্যবস্থা করে দিয়েছি। তাই বাইরে পড়তে যেতেই পারো, কিন্তু অসুবিধে হলে বাংলায় চলে আসতে পারো।"
এ প্রসঙ্গে অধ্যাপক সুগত বসুর কথা মনে করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, "সুগত বোস কোথায় পড়ায়? হাভার্ড ইউনিভার্সিটিতে। দেশজুড়ে বাংলার এমন অনেক কৃতী ছড়িয়ে রয়েছে। তাই বলছি এগিয়ে যাও, যেকোনও বাধাকে অতিক্রম করো, মনকে কঠিন করে বলো, এটা আমার স্বপ্ন, এটাকে আমি বাস্তবায়িত করব। কারণ, আমি বাংলার মাটিতে জন্মেছি। এ মাটিতে সোনাও ফলে, রুখতে এলে আমি সোজা হয়ে দাঁড়াই। মোকাবিলা করতে পারি। কারণ, এটা বাংলা।"
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগে রাজ্যে হাতে গোনা কয়েকটি কারিগরি শিক্ষাকেন্দ্র ছিল। এখন সেখানে ৫০০টি আইটিআই। এর সঙ্গে উৎকর্ষ বাংলাকে যোগ করেছি। এর মাধ্যমে কর্মী নিতে পারে বিভিন্ন সংস্থা। এখনও পর্যন্ত ৪৭ লক্ষ পড়ুয়া প্রশিক্ষণ পেয়েছে। এর মধ্যে ১০ লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়েছে। প্রসেসে রয়েছে আরও কয়েকলক্ষ।
এরপরই পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কন্যাশ্রী কত আছে জানেন? ৮৯ লক্ষ। আমি চাই এটা ১ কোটি ছাড়িয়ে যাক। খরচ হয়েছে ১৫ হাজার কোটি টাকা। এখনও পর্যন্ত সবজু সাথী দেওয়া হয়েছে ১ কোটি ২৭ লক্ষ জনকে। এ মাসের শেষে চলতি বছরের সবুজ সাথী সাইকেল দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত ৪ কোটি ১৫ লক্ষ জন ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে। এতে ব্যয় হয়েছে ৮ হাজার ৯৩৬ কোটি, শিক্ষাশ্রীর সুবিধা পেয়েছে ১ কোটি ৩৯ লক্ষ জন, খরচ হয়েছে ১হাজার ৬৩কোটি টাকা। একইভাবে মেধাশ্রী প্রকল্পে ৬ লক্ষ ৬৮ হাজার জনকে সুবিধা দেওয়া হয়েছে। খরচ হয়েছে ৫৩ কোটি ৪৩ লক্ষ টাকা এবং এখনও পর্যন্ত ৮১ হাজারের বেশি পড়ুয়া স্টুডেন্টস ক্রেডিট কার্ড পেয়েছে। রাজ্যে নতুন করে ৩০টি বিশ্ববিদ্যালয়, ১৪ টি মেডিক্যালে কলেজ, ৫৩টি কলেজ এবং ৭ হাজারের বেশি স্কুল তৈরি হয়েছে।