শেষ আপডেট: 5th December 2023 15:50
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বিড়ি বেঁধে চলত সংসার। তিন সন্তানকে নিয়ে অভাবের সংসারে নিত্যদিন লেগে থাকত টানাটানি। এর মধ্যে আবার এক সন্তান বিশেষভাবে সক্ষম। কিন্তু কথায় বলে না যে ভাগ্যের চাকা কখন-কার-কীভাবে ঘুরবে তা কেউ জানে না। ঠিক যেমনটা হয়েছে সামশের মল্লিকের। লটারি কাটার নেশায় কপাল খুলেছে তাঁর। রাতারাতি হয়েছেন কোটিপতি।
মুর্শিদাবাদে রেজিনগর থানার তকিপুর পশ্চিমপাড়ার বাসিন্দা সামশের মল্লিক। সোমবার রাত আটটার সময় তিনি ১৫০ টাকার লটারির টিকিট কাটেন। বরাবরই লটারি কাটার নেশা ছিল তাঁর। কিন্তু প্রতিবারই হতাশ হতেন। তবে আশা ছাড়েনি। একদিন কোটি টাকার লটারি জিতবেনই, অবশেষে তাঁর সেই আশা পূর্ণ হল।
নিজের কাছে টাকা না থাকায় ১৫০ টাকা ধার করে লটারি কেটেছিলেন সামশের। লটারি কাটার পর ফিরে আসেন বাড়িতে। এরপর দশ-পনেরো মিনিট পরই আসে সুখবর। সামশের মল্লিক জানতে পারেন, তিনি ১ কোটি টাকার প্রথম পুরস্কার জিতেছেন। ইতিমধ্যেই ওই লটারি বিক্রেতা টিকিটটি এজেন্টের কাছে পাঠিয়েছেন। এক সপ্তাহের মধ্যে অভাবের সংসারে আসতে চলেছে স্বচ্ছলতা।
বিড়ি বেঁধে কোনও রকমে অভাবের সংসার চলত সামশেরের। অর্থের অভাবেই বিশেষভাবে সক্ষম ছেলের চিকিৎসা করাতে পারতেন না। অবশেষে সুদিনের আশায় প্রহর গুনছেন সামশের। খুশির হাওয়া তাঁর পরিবারে।
সামশেরের পুরস্কার জেতায় খুশি তাঁর পরিবার সহ গ্রামবাসীরাও। প্রতিবেশী দুলালুদ্দিন মল্লিক বলেন,“সামশেরবাবু খুবই দরিদ্র। কোনও রকমে বিড়ি বেঁধে রোজগার করেন। উনি টিকিট জেতায় আমরা প্রতিবেশীরাও খুশি। আগামী দিনে ওনার স্বপ্ন এই টাকা দিয়ে ছেলের চিকিৎসা করাবেন।”