শেষ আপডেট: 6th January 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জলা বুজিয়ে ওয়ার হাউসের পাঁচিল তোলার অভিযোগ। শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের,বড় বেলু এলাকায় নিকাশি বন্ধ হয়ে জলে ডুবল এলাকা। নাজেহাল আড়াইশো পরিবার। বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। ব্লক ভূমি আধিকারিকের নির্দেশে এলাকা পরিদর্শন করলেন বন ভূমি কর্মাধ্যক্ষ।
শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের,বড় বেলু এলাকায় ওয়ার হাউস তৈরির জন্য পাঁচিল দেওয়ার কাজ চলছে গত এক বছর ধরে। গ্রামবাসীদের অভিযোগ, বিশাল এলাকা জুড়ে পাঁচিল দেওয়ার ফলে গ্রামের নিকাশি ভেঙে পড়েছে।স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনে জানানো হয়েছে নিকাশি সমস্যার সমাধান হয়নি। এখন বর্ষাকাল নয়, তবু জল যন্ত্রণায় অস্থির বড় বেলুর বাসিন্দারা।বাড়ি ঢুকতে গেলে ভেলায় চড়তে হচ্ছে। গ্রামবাসীরা বলেন, 'বড় বেলুর এই জায়গায় জলা জমি ছিল। কারখানার পাঁচিল করায় নিকাশি বন্ধ হয়ে গেছে। আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। আমাদের নিকাশি ব্যবস্থা ঠিক না হলে আমরা কাজ করতে দেব না।"
পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডল বলেন, "পঞ্চায়েত থেকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল নিকাশি ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত। ওরা শোনেনি। গ্রামবাসীরা চাইছেন যাতে নিকাশি ব্যবস্থা ঠিক হয়। আমরাও চাইছি মানুষ জল যন্ত্রণা থেকে মুক্তি পাক।"
আগামী কাল শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের বিডিও অফিসে সমস্যা সমাধানে সব পক্ষকে নিয়ে বৈঠক হবে। সমাধান না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। বনভূমি কর্মাধ্যক্ষ তৃপ্তি কর্মকার বলেন, "বিএলআরও আমাকে বলেছিলেন বড়বেলুর এই এলাকা পরিদর্শন করে জানাতে। আমি বিষয়টা জানতাম না। এসে দেখলাম জলাশয় ভরাট হয়েছে। যা দেখেছি গোটাটাই গিয়ে রিপোর্ট দেব।"
ওয়ার হাউসের জমি ভরাটের দায়িত্বে থাকা বিকাশ নিয়োগী বলেন, "গত শুক্রবার কথা হয়েছিল নিকাশি নিয়ে। আজকে সোমবার কাজ করছি। এ বিষয়ে যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে।"