শেষ আপডেট: 7th January 2025 15:40
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ভাইরাস এইচএমপিভির সংক্রমণ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে ফের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের পিছনের হেলিপ্যাড থেকে নবান্নে যাওয়ার আগে এই ভাইরাস নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, দুষ্ট চক্র এটা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, 'অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর নয়। কিছু প্রাইভেট চক্র আছে যারা সাধারণ মানুষকে স্বাভাবিক জ্বর নিয়েও আতঙ্কিত করে দিচ্ছে। আমরা স্বাস্থ্যসাথী দিয়েছি, যেখানে প্রয়োজনের বাইরেও কয়েক লক্ষ টাকার অনর্থক বিল হচ্ছে। আমি স্বাস্থ্যসাথী করেছি সারা বছর পরিবারের চিকিৎসার জন্য। এখানে একটা জ্বরেই যদি দুই তিন লাখ টাকা বিল করে দেয় কীভাবে চলবে? তাই আমরা এটা নিয়ে উচ্চস্তরে আলোচনা করেছি। আমরা প্রয়োজন হলে অবশ্যই জানাবো। তাই আপাতত এটা নিয়ে আতঙ্কিত হবেন না।"
স্বাস্থ্য দফতরের খবর কর্ণাটকের দুটি শিশু, গুজরাতের একটি, তামিলনাড়ুর দুটি ও কলকাতার একটি শিশুর শরীরে এইচএমপিভির সংক্রমণ ধরা পড়েছে। এই রাজ্যে গত বছরের নভেম্বর মাসেও এই ভাইরাসে একটি শিশু আক্রান্ত হয়েছিল। সে সম্পুর্ণ সুস্থ আছে।
সোমবারও মুখ্যমন্ত্রী বলেছিলেন, "এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়ানোর দরকার নেই। এই বিষয়ে বৈঠক করে মুখ্যসচিব গাইডলাইন ঠিক করেছেন। অন্য কোনও গাইডলাইন এলে রাজ্য সরকার সেটাও মানবে। রাজ্য প্রশাসন সবসময় মানুষের সেবায় তৈরি রয়েছে।"