শেষ আপডেট: 18th September 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: গালওয়ান, প্যাঙ্গং হ্রদের পরে দেপসাং সমতলভূমি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সেই জুন মাসের মুখোমুখি সংঘাতের পরেই দেপসাং ভ্যালিতে ঢুকে এসেছিল লাল সেনা। ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, সামরিক শক্তি দিয়ে দেপসাং এলাকা কব্জা করার মতলব রয়েছে পিপলস লিবারেশন আর্মির। গালওয়ান পেরিয়ে প্যাঙ্গং হ্রদের উত্তরে ফিঙ্গার পয়েন্ট ৩ এর কাছে সামরিক কাঠামো বানাতে শুরু করেছে চিন। এরপরেই দেপসাং ভ্যালিতে সামরিক শক্তি বাড়াতে শুরু করবে। পূর্ব লাদাখে এই দেপসাং ভ্যালির বিশেষ গুরুত্ব রয়েছে। ভৌগোলিক গুরুত্ব তো বটেই সামরিক দিক থেকেও ওই এলাকা কখনও হাতছাড়া করতে চাইবে না ভারত। দেপসাং ভ্যালি নিয়ে ভারতীয় সেনার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কারণ ইতিমধ্যেই দেপসাং সংলগ্ন এলাকায় সেনার সংখ্যা বাড়াতে শুরু করেছে চিন। তাদের রাডার পজিশন ধরা পড়েছে, রাইফেল ডিভিশন তৈরি হচ্ছে বলেও অনুমান করা হচ্ছে। ১৬ হাজার ৪০০ ফুট উচ্চতায় ৯৭২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেপসাং ভ্যালি। উপগ্রহ চিত্র দেখিয়েছে, অগস্ট থেকে সেপ্টেম্বর মাস অবধি, নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নতুন করে সেনা মোতায়েন করছে চিন। সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় সেনা বাড়ানোর সঙ্গে সঙ্গে ট্যাঙ্ক, কামানও মোতায়েন করতে শুরু করেছে। দ্রুত সেনা মোতায়েনের জন্য রাস্তাও তৈরি করছে চিন। ভারতের সেনা সূত্র জানাচ্ছে, দেপসাং ভ্যালিতে আধিপত্য বিস্তার করতে পারলে নীচে ডেমচক অবধি এলাকায় কর্তৃত্ব করতে পারবে লাল সেনা। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে তারা।