মমতা বন্দ্যোপাধ্যায় ও বিনীত গোয়েল
শেষ আপডেট: 21st November 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার পরপরই বার বার নির্যাতিতার নাম মুখে এনেছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এরপরই বিনীতের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করা হয়।
সেই ব্যাপারে নোটিস ইস্যু করতে বলেছিল প্রধান বিচারপতি টিএম শিবজ্ঞানমের বেঞ্চ। নির্যাতিতার নাম বলা নিয়ে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ করতে পারবে বলে আদালতে জানিয়ে দিল কেন্দ্র।
আরজি করের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনও ব্যবস্থা নিতে হয় তাহলে সেটা আইন অনুযায়ী রাজ্যই নিতে পারে বলে কলকাতা হাইকোর্টে জানালেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী।
বিনীত গোয়েলের বিরুদ্ধে হওয়া মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিংয়ের কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন আইপিএস-দের বিরুদ্ধে প্রাথমিক ভাবে কোনও পদক্ষেপ কে নিতে পারে?
তার উত্তরে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাঁরা রাজ্যে আপিএস পদে কর্মরত তাঁদের ব্যাপারে পদক্ষেপ করতে পারে রাজ্যই। স্পষ্ট জানানো হয়েছে কোনও শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা যদি নিতেই হয় তাহলে সেটা রাজ্যই নিতে পারে। তবে রাজ্য যদি কোন পদক্ষেপ না নেয় বা রাজ্যের পদক্ষেপে সন্তষ্ট না হলে কেন্দ্র অ্যাপিল করতে পারে।
আপাতত এই মামলায় মামলাকারীকে ফের রাজ্য-সহ অন্যান্য সব পক্ষকে মামলার কপি দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ২৩ ডিসেম্বর ফের শুনানি রয়েছে।
কেন্দ্রের তরফে এটাও স্পষ্ট করা হয়েছে, এই মামলায় কেন্দ্রকে বাদ দেওয়া হোক। প্রসঙ্গত, বিনীতের বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী অনামিকা পান্ডে।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানান তিনি। গত শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায়, আরজি কর-কাণ্ডের মূল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানেই ওই বিষয়টি জানানোর কথা বলেছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।