শেষ আপডেট: 1st October 2024 14:36
দ্য় ওয়াল ব্যুরো: চা শ্রমিকদের ১৬ শতাংশ হারে বোনাস দেওয়ার জন্য মালিকদের আবেদন জানাল রাজ্য সরকার। ৪ অক্টোবরের মধ্যে যাতে চা শ্রমিকরা বোনাস পান, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।
২০ শতাংশ বোনাসের দাবিতে গতকালই ১২ ঘণ্টার পাহাড় বনধ ডেকেছিল দার্জিলিং-কালিম্পং ও কার্শিয়াঙের চা শ্রমিকদের আটটি সংগঠন। বনধকে ঘিরে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটে। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বনধকে যে তিনি কোনওভাবেই সমর্থন করেন না, পাহাড় থেকে নেমে এসে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, "আমি কোনও বনধ সমর্থন করি না। চা শ্রমিকদের দাবি। লেবার কমিশনের সঙ্গে ট্রায়পাটাইট মিটিং চলছে। ওরাই ডিসাইড করবে।" তিনি কোনও হস্তক্ষেপ করবেন কিনা জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, "আমি কোনও হস্তক্ষেপ করব না। ত্রিপাক্ষিক বৈঠকের বিষয়টির সমাধান হবে। তরাই-ডুয়ার্স হয়ে গেছে, পাহাড়ও হবে। আমি কোনও বনধ সমর্থন করি না। বাংলায় কোনও বনধ হবে না।"
পাহাড়ে আন্দোলনকারী শ্রমিক নেতারা জানিয়েছিলেন, তরাই-ডুয়ার্সে ২০ শতাংশ বোনাস হয়ে গিয়েছে। পাহাড়ে এখনও হয়নি। রবিবারের বৈঠকেও কোনও সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। বাধ্য হয়েই আটটা শ্রমিক সংগঠন বনধ ডাকার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার রাজ্য সরকারের শ্রম দফতর, চা বাগানগুলির মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের ত্রিপাক্ষিক বৈঠকের পর রাজ্য ১৬ শতাংশ হারে বোনাস দেওয়ার আবেদন জানাল। বাগানগুলির আর্থিক অবস্থা বিবেচনা করার জন্য প্রথম থেকেই রাজ্যকে আবেদন জানিয়ে আসছিল মালিকপক্ষ। এরজন্য ৮.৩৩ শতাংশের বেশি বোনাস দিতে রাজি হচ্ছিলেন না তাঁরা। পাল্টা চাপ রেখে ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার দাবি করছিলেন শ্রমিকরা। এই পরিস্থিতিতেই আজ ১৬ শতাংশ হারে বোনাস দেওয়ার জন্য আবেদন জানাল রাজ্য সরকার।