শেষ আপডেট: 12th February 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের গাড়িতে ধাক্কা মারল মোটরবাইকে সওয়ার মদ্যপ দুই যুবক। দুর্ঘটনার পরেই বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আহত দুই বাইক আরোহীকে নিজের গাড়ি করে হাসপাতাল নিয়ে যান সাংসদ।
সোমবার বিকালে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার দলের কাজে রানাঘাটে আসছিলেন। হবিবপুরে ১২ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সাংসদের গাড়িতে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন দুই বাইক চালক। আহত দুই বাইক আরোহীকে সাংসদ নিজে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানিয়েছে, আহত দুই যুবক হবিবপুরের একটি পানশালায় মদ্যপান করে তীব্র বেগে বাইক চালিয়ে যাচ্ছিলেন। রাস্তায় সাংসদের গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় বাইকটি। রাস্তায় ছিটকে পড়ে দুই যুবক। বর্তমানে আহত দুই বাইক আরোহী রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। তবে এটি নিছকই দুর্ঘটনা না সাংসদের গাড়ির ওপর হামলা চালানোর চেষ্টা তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।