আসানসোল কয়লা খাদান
শেষ আপডেট: 14 November 2024 09:33
দ্য ওয়াল ব্যুরো: আসানসোল সিবিআই আদালতে আজ থেকে থেকে কয়লা পাচার মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল। এদিন সব মিলিয়ে দু'ঘণ্টার মতো শুনানি হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ শুনানি শুরু হয় আসানসোল সিবিআই আদালতে। সেখানে সিবিআইয়ের আইনজীবি রাকেশ কুমার চার্জ গঠনের আবেদন জানান। বিচারপতি রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের আইনজীবির কাছে জানতে চান কোন কোন ধারায় কাদের অভিযুক্ত করা হয়েছে। তখন রাকেশ কুমার বলেন, পাবলিক সারভেন্ট বা সরকারের ১২ জন ইসিএল কর্মী, কোম্পানির ১০ ও ইনডিভিজুয়াল বা ব্যক্তিগত ভাবে ২৭ জনের নামে মোট তিনটি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে।
যদিও বেশ কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। তাঁরা তাঁদের স্বপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চাইলে বিচারক আগামী সোমবার ১৮ নভেম্বর তাঁদের বক্তব্য রাখার দিন ধার্য করেন।
আশা করা হচ্ছে, সেই শুনানির পরে কয়লা পাচার মামলায় বহু চর্চিত চার্জ গঠনের অন্য একটি দিন ঠিক করা হবে। প্রসঙ্গত, এই মামলায় মোট ৫০ জন অভিযুক্ত রয়েছেন। তার মধ্যে বিনয় মিশ্র এখনও ফেরার। একজন মারা গেছেন। অর্থাৎ বাকি ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে।
আজ ৪৮ জনের মধ্যে ৪৬ জন উপস্থিত ছিলেন। একজনের মা মারা যাওয়ায় তিনি আদালতে আসেননি। আর একজন অসুস্থ। আদালত সূত্রে খবর, লালা ওরফে অনুপ মাজির বিরুদ্ধে অন্যদের তুলনায় একাধিক ধারা যোগ করা হয়েছে। এছাড়াও সেই তালিকায় রয়েছেন রত্নেশ্বর ভার্মা ও বিকাশ মিশ্র।
অভিযুক্তদের তরফে তিন আইনজীবী শেখর কুণ্ডু, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় বলেন, 'আগামী সোমবার আমরা আমাদের বক্তব্য রাখব। সিবিআইয়ের তরফে বেশ কিছু ধারা দেওয়া হয়েছে। তা নিয়ে আমাদের আপত্তি আছে। আমরা সেটাই বলব। উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর এই মামলার শুনানি হয়েছিল।