শেষ আপডেট: 5th December 2024 17:04
দ্য ওয়াল ব্যুরো: ৮ অগস্ট থেকে ৫ ডিসেম্বর। দেখতে দেখতে প্রায় ৪ মাস অতিক্রান্ত। এখনও আরজি কর কাণ্ডের সুরাহা না হওয়ায় এবার বিচার চেয়ে ফেসবুকে পেজ খুললেন নির্যাতিতা চিকিৎসকের মা ও বাবা।
‘ট্রুথ অ্যান্ড জাস্টিস: ভয়েস অফ আরজি কর ভিক্টিম’ নামক ওই পেজের শুরুতেই নির্যাতিতার মা বাবা জানিয়েছেন, বিচার চাইতে, নিজেদের যন্ত্রণার কথা জানাতে, আর যেন এরকম ঘটনা না ঘটে, সেজন্যই তাঁরা সোশ্যাল মাধ্যমে এই পেজ খুলেছেন।
সংশ্লিষ্ট পেজ থেকে একটি ভিডিও বার্তাও পোস্ট করেছেন তাঁরা। যেখানে চার মাস পরেও বিচার না পাওয়ার যন্ত্রণার কথা উল্লেখ করে রাজ্য তথা দেশবাসীকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। বিচারের দাবিতে আন্দোলনকে আরও তীব্রত করার আহ্বানও জানিয়েছেন সন্তান হারা বাবা-মা।
গত ৮ অগস্ট গভীর রাতে আরজি করে নৃশংস ধর্ষণ হত্যার শিকার হয়েছিল ডাক্তারি ছাত্রী। শুরুতে কলকাতা পুলিশ তদন্ত করলেও পরে আদালতের নির্দেশে তদন্তভার গ্রহণ করে সিবিআই। দেখতে দেখতে চার মাস অতিক্রান্ত। এখনও বিচার না মেলায় এদিন ভিডিও বার্তায় নিজেদের আশাহত হওয়ার কথা তুলে ধরেছেন নির্যাতিতার বাবা-মা।
শোকার্ত কণ্ঠে তাঁরা বলেন, "চার মাস হয়ে গেল! এখন মেয়েটার বিচার পেলাম না। সেই রাতে ঠিক কী ঘটেছিল, কারা কারা জড়িত ছিল, আজও সে সব জানতে পারলাম না। আমরা চায়, আমাদের মেয়ের প্রকৃত খুনীরা সাজা পাক, যাতে এৎকম নৃশংস ঘটনা আর না ঘটে।"
আরজি করের ঘটনার প্রতিবাদে কলকাতা, রাজ্য ছাড়িয়ে একসময় আন্দোলনের ঢেউ পৌঁছে গিয়েছিল বিদেশের মাটিতেও।বিচার চেয়ে একাধিকবার রাত জাগো আন্দোলনও রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে আন্দোলন কমেছে তাতে বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে তাঁরা যে শঙ্কিত, সেকথাও এদিন ভিডিও বার্তায় জানিয়েছেন তাঁরা।
নির্যাতিতার বাবা-মায়ের কথায়, খুব যন্ত্রণার মধ্যে রয়েছি। তবে আপনারা পাশে থাকলে জানি নিশ্চয়ই বিচার পাব। এরপরই দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়ে, আবার বিচারের দাবিতে আন্দোলন তীব্রতর করার আহ্বান জানিয়েছেন তাঁরা।