Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
RG Kar - Manoj Verma

ডাক্তারদের ডেডলাইনের জের? নিরাপত্তা খতিয়ে দেখতে আরজি করে পুলিশ কমিশনার

রবিবার দুপুর। আচমকা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির পুলিশ কমিশনার মনোজ ভার্মা। 

ডাক্তারদের ডেডলাইনের জের? নিরাপত্তা খতিয়ে দেখতে আরজি করে পুলিশ কমিশনার

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির পুলিশ কমিশনার মনোজ ভার্মা

শেষ আপডেট: 29 September 2024 10:39

দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুর। আচমকা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

সোমবারের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত না হলে ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারই জেরে সিপির এই সফর কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

এদিন হাসপাতাল ক্যাম্পাস ঘুরে দেখেন পুলিশ কমিশনার। কথা বলেন, হাসপাতালের কয়েকজন রক্ষীর সঙ্গেও। 

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগে সিপির এই সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত হাল হকিকৎ খতিয়ে দেখতেই এদিন আরজি করে এসেছিলেন সিপি।

ঘটনার সূত্রপাত, শুক্রবার রাতে সাগর দত্ত মেডিকেল কলেজে রোগীর পরিজনদের হাতে প্রহৃত হন জুনিয়র চিকিৎসক-সহ কয়েকজন স্বাস্থ্য কর্মী। অভিযোগ, শুধু মারধর করা নয়, 'আরজি কর করে দেওয়ার' হুঁশিয়ারি দেওয়া হয় কর্তব্যরত এক জুনিয়র মহিলা ডাক্তারকে। 

ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত থেকেই সাগর দত্তে কর্মবিরতি শুরু করেছিলেন সেখানকার জুনিয়র চিকিৎসকরা। শনিবার হাসপাতালে যান স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম-সহ দফতরের পদস্থ কর্তারা। আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। পরে বাইরে এসে নিরাপত্তার প্রশ্নে প্রশাসনকে চূড়ান্ত ডেডলাইন বেঁধে দেন তাঁরা। 

জুনিয়র চিকিৎসকরা জানান, সোমবার বিকেলের মধ্যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসন নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারলে ফের পূর্ণ কর্মবিরতিতে নামবেন তাঁরা। সেই সঙ্গে আরও তীব্রতর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

এখন দেখার নিরাপত্তার প্রশ্নে সোমবার সুপ্রিমকোর্টে রাজ্য কী রিপোর্ট পেশ করে।


ভিডিও স্টোরি