শেষ আপডেট: 23rd December 2020 10:18
দ্য ওয়াল ব্যুরো: যিশুর জন্মদিনকে উপলক্ষে সেজে উঠেছে গোটা পৃথিবী। যদিও করোনা আবহে সেই ভাবে জাঁকজমকের সঙ্গে বড়দিন পালিত হচ্ছে না কোথাও। কিন্তু সাজ সাজ রব শোনা যাচ্ছে পৃথিবীর সব প্রান্তেই, বাদ যায়নি ভারতও! ভারতের বহু গির্জাও ক্রিসমাসের জন্য নতুন করে সাজানো হয়েছে। ভারতের এরকম আড়ম্বরপূর্ণ কয়েকটি গির্জার হদিশ রইল আপনাদের জন্য। ক্রিস্টি চার্চ, সিমলা সিমলার ক্রিস্ট চার্চ ভারতের অন্যতম চমৎকার গির্জা। পাহাড়ের কোলে, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে এই সুন্দর গির্জা। ক্রিসমাসের প্রাক্কালে সেজে উঠেছে ক্রিস্ট চার্চ, যা দেখলে আপনিও প্রশংসা করতে বাধ্য হবেন। সেন্ট অ্যান্ড্রু ব্যাসিলিকা আর্থুঙ্কাল, অ্যালেপ্পি দক্ষিণ ভারতের সবথেকে বিখ্যাত ও চমৎকার সবচেয়ে শৈল্পিক ও সুন্দর গির্জা এটা। ষোড়শ শতকে পর্তুগিজ মিশনারিদের উদ্যোগে এই গির্জাটি বানানো হয়। এটা পুরো বিশ্বের সবথেকে বৃহত্তম সেন্ট সেবাস্তিয়ান। ভেলানকানি চার্চ, ভেলানকান্নি তামিলনাড়ুর ভেলানকানি গির্জা এতটাই সুন্দর যে এর ওপর থেকে আপনি চোখ সরাতেই পারবেন না। বঙ্গোপসাগরের পাড়ে রয়েছে শান্তির এই পীঠস্থান, সারা পৃথিবীর ভক্তরা আসেন এখানে। সেন্ট পলস ক্যাথিড্রাল, কলকাতা এই আশ্চর্য চার্চটি ব্রিটিশর ইন্দো-গথিক স্টাইলে তৈরি করেন। এশিয়ার প্রথম এপিস্কোপালিয়ান গির্জা হল সেন্ট পলস। সেন্ট মেরি ব্যাসিলিকা , বেঙ্গালুরু বেঙ্গালুরুতে রয়েছে গথিক স্টাইলে, কাচ দিয়ে তৈরি করা হয়েছে এই গির্জা আর এখানেই রয়েছে করিন্থিয়ান স্তম্ভ। এই গ্র্যান্ড গির্জার একটা আলাদা আকর্ষণ রয়েছে। সান্তা ক্রুজ ব্যাসিলিকা, কোচি পর্তুগিজরা কোচিতে এই সুন্দর গির্জাটি বানায়। এই চার্চে খ্রিস্টের ক্রুশের সঙ্গে রয়েছে অনেক রঙিন ছবিও। মেডাক চার্চ, তেলেঙ্গানা ভারতের আরও একটি অন্যতম চার্চ হল মেডাক চার্চ। এই গির্জার ভেতরে মোজাইক করা রয়েছে যা সেই সময় ব্রিটেন থেকে আমদানি করা হয়।