শেষ আপডেট: 8th August 2024 11:23
দ্য ওয়াল ব্যুরো: এর আগে একাধিকবার অসুস্থ হয়েছেন। হাসপাতালে গিয়েছেন। ফিরেও এসেছেন। কিন্তু এবার আর হাসপাতালে নেওয়াই গেল না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ে নিজের দু-কামরার ছোট্ট ফ্ল্যাটেই না ফেরার দুনিয়ায় চলে গেলেন বুদ্ধবাবু।
সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, আগামীকাল সকাল ১১টা থেকে আলিমুদ্দিন স্ট্রিটে তাঁর মরদেহ শায়িত থাকবে সকলের শ্রদ্ধা জানানোর জন্য। বিকেল চারটেয় শুরু হবে শেষযাত্রা। চিকিৎসাশাস্ত্রের উন্নতির জন্য দেহ দান করেছিলেন তিনি। তাঁর ইচ্ছেকে মর্যাদা দিয়েই তারপর দেহদান করা হবে।
পরিবারসূত্রে জানা গেছে, মাঝখানে কিছুটা সময় ভাল থাকলেও বর্ষা আসতেই ফের বেড়েছিল শ্বাসকষ্টের সমস্যা। দু-তিনদিন আগে সামান্য জ্বর হয়েছিল তাঁর। জ্বর কমায় কিছুটা নিশ্চিন্ত হয়েছিলেন তাঁর চিকিৎসকরা। কিন্তু বুধবার থেকেই তাঁর পরিস্থিতি কিছুটা খারাপ হয়। সেই মতোই ব্যবস্থা নেন ডাক্তাররা। অক্সিজেন সাপোর্টেই ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালেই অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার অবকাশ দেননি এবার। সকাল ৮টা ২০ মিনিটে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ছুটে আসেন দলের নেতা কর্মীরা। বিমান বসু, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা পৌঁছে যান। মহম্মদ সেলিম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা পর্যন্ত বাড়িতেই রাখা হবে দেহ। তারপরে পিস হ্যাভেনে নিয়ে যাওয়া হবে বুদ্ধবাবুর মরদেহ। আগামীকাল শুক্রবার সেখান থেকেই দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে পার্টির দফতরে।