শেষ আপডেট: 25th March 2023 13:03
দ্য ওয়াল ব্যুরো: চারদিকে সাদা বরফ। সিকিমের রূপই বদলে গেছে ভারী তুষারপাতে। প্রকৃতির খামখেয়ালে মার্চের মাঝামাঝি প্রবল বরফ পড়ছে সিকিমে। পর্যটকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক টুরিস্ট স্পট। এরই মধ্যে পূর্ব সিকিমের ছাঙ্গু, নাথু-লা, বাবা মন্দির এলাকায় তুষারপাতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বহু পর্যটক আটকে পড়েছেন। তাই উদ্ধারে নেমেছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। সিকিমের ত্রিশক্তি কোর (Trishakti Crops) এবং স্থানীয় প্রশাসন মিলিত ভাবে পর্যটকদের উদ্ধারে সাহায্য করছে।
কয়েকদিন আগে টই প্রবল তুষারপাতে ছাঙ্গু লেক ও নাথু-লা পাসের কাছে প্রায় হাজার পর্যটক আটকে পড়েছিলেন। সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করেছিল স্থানীয় প্রশাসন ও ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় ভারতীয় সেনাবাহিনী পূর্ব সিকিম (Sikkim) থেকে ৩৭০ জন পর্যটককে উদ্ধার (rescued) করেছে।
এভাবেই দুর্গম জায়গায় প্রতিকূল পরিবেশে কাজ করে চলেছে ভারভীয় সেনা বাহিনী। গত ১৫ মার্চ, 'অপারেশন হিমরাহাট'-এর অধীনে পূর্ব সিকিমে উদ্ধার অভিযান চালায় ত্রিশক্তি কোর। সেবারও আকস্মিক তুষারপাতের কারণে আটকে পড়া ১৪০০ পর্যটককে নিরাপদে উদ্ধার করে তাকা।
ত্রিশক্তি কোর-এর লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, বরফে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শহরের সঙ্গে গ্রামের যাতায়াতের রাস্তা বন্ধ। সেই কারণেই ভারতীয় সেনাবাহিনী এই গুরুত্বপূর্ণ রাস্তাগুলি খোলার জন্য অক্লান্ত পরিশ্রম করছে।
পাশাপাশি, ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় সেনাকর্মীরা নিরলসভাবে তুষার পরিষ্কার করছেন। এই মিশনে কেবল সেনাবাহিনীরাই উপকৃত হচ্ছেন না, স্থানীয়রা এবং পর্যটকরাও উপকৃত হচ্ছে বলে জানান এক সেনা কর্মকর্তা।
জলের তলায় তেজস্ক্রিয় মারণ ড্রোনের পরীক্ষা করছে কিমের দেশ, ভয়ঙ্কর সুনামির আশঙ্কা