শেষ আপডেট: 21st May 2024 10:06
দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে চূড়ান্ত চার্জশিট মঙ্গলবার গঠন করার কথা থাকলেও তা হল না। আসানসোল বিশেষ সিবিআই আদালত চার্জশিট গঠনের অন্য দিন ধার্য করেছে। মঙ্গলবার নির্ধারিত সময়ে তদন্তকারী সিবিআই আধিকারিক উমেশ কুমার সিং সহ অন্যান্য আধিকারিকরা আসানসোল আদালতে এসে উপস্থিত হয়েছিলেন। কিন্তু এদিন চূড়ান্ত চার্জ গঠন হয়নি। এতদিনে কয়লা পাচারকাণ্ডে দু’টি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছিল। মঙ্গলবার চার্জ গঠনের কথা থাকলেও তা পিছিয়ে গেল।
কয়লা মামলার চার্জশিটে ৪৩ জন অভিযুক্তর নাম রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার চার্জশিটে নাম থাকা ৪৩ জন অভিযুক্তদের মধ্যে জয়দেব মন্ডল ও নারায়ন খারকা এদিন উপস্থিত হননি মেডিক্যাল গ্রাউন্ড দেখিয়ে। উপস্থিত ছিলেন না অন্যতম অভিযুক্ত 'নিরুদ্দেশ' বিনয় মিশ্রও। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলেই অনুমান। তাই মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন হল না। বিচারক রাজেশ চক্রবর্তী এই মামলার পরবর্তী শুনানির দিন ৩ জুলাই ধার্য করেছেন।
গত ১৪ মে আসানসোল বিশেষ সিবিআই আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করেছিলেন এই মামলার মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। তবে সেদিনই তিনি শর্তসাপেক্ষে জামিন পান। অনেক আগেই দেশের শীর্ষ আদালত কয়লা পাচার মামলায় অনুপ মাজি ওরফে লালাকে 'রক্ষাকবচ' দিয়েছিল। বলা হয়েছিল, সিবিআই তাকে গ্রেফতার করতে পারবে না। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার নির্দেশ দেন। মঙ্গলবারই সেই চূড়ান্ত চার্জশিট গঠনের কথা ছিল।
অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির আইনজীবী জানান, ২ জন অনুপস্থিত, তার ওপর সিবিআইয়ের তরফে চার্জশিটের যে কপি দেওয়া হয়েছে তা এত অল্প সময়ে পড়া সম্ভব হয়নি। তাই তাঁদের আরও সময় দেওয়া হোক। সূত্রের খবর, ২৫,০০০ পাতার চার্জশিট গঠন করেছে সিবিআই। আদালত সেই আর্জি মঞ্জুর করে নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানির দিন প্রত্যেককে হাজির হতে হবে। আর কেউ অসুস্থ থাকলে তাঁকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার কথাও বলেছে আদালত।