শেষ আপডেট: 18th July 2024 19:42
দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি সহ কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে মাঝারি বৃষ্টিপাত হবে।
শনিবার থেকে আবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রবিবার অর্থাৎ ২১ জুলাইয়ে কলকাতায় ভারী বৃষ্টির আভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলেই অনুমান করা হচ্ছে।
এই মুহূর্তে দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গেছে। মৌসুমী অক্ষরেখা আজ দুপুরে গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই এই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে মাঝে বৃ্ষ্টির পরিমাণ কমলেও আবার তার পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার এবং শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপরের দিকের পাঁচ জেলাতে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।
প্রসঙ্গত, কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৪.২ মিলিমিটার।