শেষ আপডেট: 11th November 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগও এনেছিল বাংলার শাসকদল।
এবার নিজেদের অভিযোগের সপক্ষে পয়েন্ট ধরে ধরে কমিশনের ভূমিকা নিয়ে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারকে চিঠি লিখল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের লোকসভার নেতা সাংসদ ডেরেক ও ব্রায়েন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এদিন ফের চিঠি দিয়েছেন রাজীব কুমারকে।
চিঠিতে ডেরেক রাজীব কুমারের উদ্দেশে স্পষ্ট ভাবে লিখেছেন, '৮ নভেম্বর তৃণমূলের লোকসভার এবং রাজ্যসভার সাংসদরা আপনার সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলাম। উত্তর না আসায় পরের দিন ফের যোগাযোগ করা হয়। তাতেও কোনও উত্তর না পেয়ে ৯ নভেম্বর আমাদের প্রতিনিধি দল আপনার দফতরে গিয়ে বাংলার উপ নির্বাচন নিয়ে নির্দিষ্ট কিছু অভিযোগ জানিয়ে আসে। ৮ থেকে ১১ নভেম্বর. টানা তিনদিন কেটে যাওয়ার পর উপ নির্বাচনের প্রচার পর্ব শেষ হওয়ার ৯০ মিনিট আগে কমিশনের তরফে টোকেন বৈঠক ডাকা হয়।'
এরই সঙ্গে ডেরেক এও লিখেছেন, 'ভারতের নির্বাচন কমিশনের প্রতি আমাদের অপরিসীম শ্রদ্ধা রয়েছে। কিন্তু গত তিন দিনে আমরা ব্যক্তিগতভাবে দেখলাম সংসদের তৃতীয় বৃহত্তম সংখ্যক সাংসদ থাকা দলটিকে (তৃণমূল) ইসিআই কত কম সম্মান করে!"
প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট আসনে। সোমবার বিকেল পাঁচটায় শেষ হয়েছে প্রচার পর্ব। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সেই বাহিনীর বিরুদ্ধেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য 'হুমকি' দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনেছে শাসকদল।
এ ব্যাপারে কমিশনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হল না বলে অভিযোগ তৃণমূলের। যদিও এ ব্যাপারে ইলেকশন কমিশনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
এ প্রসঙ্গে এদিন সকালে দলের সাংসদ সাকেত গোখলে বলেন, "অভিযোগকে গুরুত্ব দেওয়া হল না। আসলে নির্বাচন কমিশন যে বিজেপির হয়ে কাজ করে এটা আবারও স্পষ্ট হল। যা দেশের গণতন্ত্রের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক।'