Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়কBihar Bandh: রাহুল গান্ধীর মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল পাপ্পু যাদব, কানাইহা কুমারকে, ভাইরাল ভিডিওউত্তমকুমারের না, শরৎচন্দ্রের শ্রীকান্তর ভূমিকায় গুরু দত্ত আর অভয়া হয়ে এলেন গীতা দত্ত
Mamata Banerjee

নবান্নে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি রাখলেন মুখ্যমন্ত্রী, বার্তা মন্ত্রী-বিধায়কদেরও

আগামী ২৭ জুন রথযাত্রা। নবান্ন সূত্রের খবর, আগের দিন অর্থাৎ ২৬ জুন দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে দিঘার জগন্নাথের রাস্তা পরিষ্কার করার জন্য নিজের ব্য়ক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ ১টাকা দিয়ে সোনার ঝাড়ু কিনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি রাখলেন মুখ্যমন্ত্রী, বার্তা মন্ত্রী-বিধায়কদেরও

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি তুলে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 16 June 2025 16:39


দ্য ওয়াল ব্যুরো: গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন (Digha Jagannath temple) করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (chief minister Mamata Banerjee)। এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছ থেকে উপহার হিসেবে পাওয়া দিঘার জগন্নাথ মন্দিরের ছবি নবান্নে (Nabanna) রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

এ ব্যাপারে  স্পিকারকে দ্য ওয়ালের তরফে ফোন করা হলে, তিনি বলেন, "হ্যাঁ মুখ্যমন্ত্রীর হাতে আমি তুলে দিয়েছি ছবি। তিনি নিয়ে গিয়েছেন।" সূত্রের খবর. নবান্নে শুধু নিজের ঘরেই নয়, সমস্ত মন্ত্রী ও বিধায়কদেরও নিজেদের অফিসে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকের আগে স্পিকারের ঘরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বিষয়ে দু'জনের মধ্যে মিনিট কুড়ি কথা হয়। সেই সময়ই দিঘার জগন্নাথ মন্দিরের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আগামী ২৭ জুন রথযাত্রা। নবান্ন সূত্রের খবর, আগের দিন অর্থাৎ ২৬ জুন দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে দিঘার জগন্নাথের রাস্তা পরিষ্কার করার জন্য নিজের ব্য়ক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ ১টাকা দিয়ে সোনার ঝাড়ু কিনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, ওই সোনার ঝাড়ু দিয়ে দিঘায় রাস্তা পরিষ্কার করে তিনি রথের দড়ি টানবেন। ইতিমধ্যে জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে গত বুধবার নিজের বাড়ির গাছের আম-কাঁঠাল দিঘার জগন্নাথ মন্দিরে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে জগন্নাথ মন্দিরের (Jagannath Temple in Digha) উদ্বোধনের পর থেকেই দিঘায় ভিড় বেড়েছে পর্যটকদের। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে একাংশ হোটেল ব্যবসায়ী পর্যটক থুড়ি পুন্যার্থীদের কাছ থেকে লাগাম ছাড়া হোটেল ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ। শুধুই হোটেলগুলিই নয়, ওল্ড দিঘা নিউ দিঘার মধ্যে চলাচল করা টোটোগুলিও রাতারাতি ২০ টাকার পরিবর্তে ১০০ টাকা করে ভাড়া নিচ্ছে বলে অভিযোগ।

অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কানেও পৌঁছেছে। সম্প্রতি নবান্নের বৈঠক থেকে এ ব্যাপারে প্রশাসনকে সতর্কও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এরপরই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। সম্প্রতি এ ব্যাপারে হোটেল মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রশাসনের কর্তারা। সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে, প্রতিটি হোটেলে ঝুলবে নির্ধারিত ভাড়ার তালিকা। তার বাইরে অতিরিক্ত কোনও ভাড়া নেওয়া যাবে না (big step against the hotel)।


ভিডিও স্টোরি