শেষ আপডেট: 16th June 2023 18:15
দ্য ওয়াল ব্যুরো: আধুনিক ক্রিকেট অনেক বদলে গিয়েছে। একটা দল চারশো রানের সাত রান দূরে থেকে ইনিংসের সমাপ্তি ঘোষণা করছে, এমন দৃষ্টান্ত নেই।
ইংল্যান্ড সেটাই করল ৩৯৩/৮ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
তার মধ্যে জো রুট সেঞ্চুরি করে ব্র্যাডম্যানকে টপকে গেলেন। রুটের মোট টেস্টে সেঞ্চুরি ৩০টি।
রুট নট আউট থাকলেন ১১৮ রানে। সাতটি বাউন্ডারি ও চারটি ছয় মেরেছেন তিনি।
সব থেকে বড় কথা তিনি নিজের খেলারও অনেক বদল এনেছেন। ইংল্যান্ডের কোচ হয়ে এসেছেন কিউই তারকা ব্র্যান্ডন ম্যাককুলাম। যিনি শিখিয়ে দিয়েছেন ভয়ডরহীন ক্রিকেট। তাই রুট এত সাবলীল ভাবে আপনার দলকে টানতে পেরেছেন।
একটা সময় অজি বোলাররা চেপে ধরেছিলেন। সেই অবস্থা থেকে দলকে টানেন রুট। মঈন আলি ও স্টুয়ার্ট ব্রড রাও রান করে গিয়েছেন।