শেষ আপডেট: 23rd February 2022 19:01
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে গরম ইস্যু ঋদ্ধিমান সাহা। অনেকেই মনে করছেন, তাঁকে বলির পাঁঠা করা হল। সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, সিএবি কর্তাদের প্রিয় এক অভিজ্ঞ সাংবাদিকের ভূমিকা নিয়ে। তিনি ঋদ্ধিমানের কাছে সাক্ষাৎকার চেয়েছিলেন, সেটি দিতে না চাওয়ায় ওই সাংবাদিক কিপার ব্যাটসম্যানকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, আমি এর জবাব নেব। তারপরেই দেখা গিয়েছে কাকতালীয়ভাবে ঋদ্ধিমান ভারতীয় দল থেকে বাদ পড়ে গিয়েছেন। ওই সাংবাদিক অতীতে সিএবি-র নানা অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াদের কাছের সাংবাদিক তিনি। অথচ ঋদ্ধিমান সেই সাংবাদিকের নাম প্রকাশ্যে বলতে নারাজ। বাংলার নামী তারকার মনে হয়েছে, তিনি নাম প্রকাশ করলে তাঁর পেশাগত সমস্যা হতে পারে। তিনি চাকরি হারাতে পারেন। তাতে তিনি ওই সাংবাদিকের পরিবারের কাছে দোষী হয়ে যাবেন। ঋদ্ধিমানের মনে হয়েছে, তিনি ওই সাংবাদিকের নাম বলতে চান না। কিন্তু বীরেন্দ্র সেহওয়াগ থেকে হরভজন সিং সবাই অনুরোধ করেছেন, যাতে ঋদ্ধি ওই সাংবাদিকের নাম বলে ভবিষ্যতে এই ধরণের ঘটনা আটকাতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋদ্ধিমান বলেছেন, ‘‘সাংবাদিকের মেসেজগুলোয় আমি খুবই কষ্ট পেয়েছি। তবে সেই সাংবাদিক আমার সাথে আর যোগাযোগও করেননি বা এই ঘটনার জন্য ক্ষমাও চাননি। এমন কী দ্বিতীয় কোনও মোবাইলে মেসেজও পাঠাননি।’’ তবে ঋদ্ধি নিজের অবস্থানে অটল। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, কোনও ভাবেই তিনি সাংবাদিকের নাম জানাবেন না। ঋদ্ধি বলেছেন, ‘‘আমি আহত এবং বিরক্ত। আমি ভেবেছিলাম, এই ধরনের আচরণ সহ্য করব না এবং চাই না যে কেউ এই ধরনের হুমকির ঘটনার মধ্য দিয়ে যাক। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, জনসাধারণের সামনে এই কথোপকথন প্রকাশ করব, তবে ওই সাংবাদিকের নাম নয়। আমি কারও কেরিয়ার শেষ করে দেওয়া মতো ক্ষতি করব, এটা আমার স্বভাব নয়। তাই তাঁর পরিবারের দিকে তাকিয়ে মানবতার কারণে, আমি আপাতত নাম প্রকাশ করছি না। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে, আমি পিছিয়ে যাব না।’’ বোর্ড যদিও ওই সাংবাদিকের বক্তব্য নিয়ে তদন্ত করছে। তারা একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছে এই ব্যাপারে।