শেষ আপডেট: 20th January 2025 17:22
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন কারখানায়। ঘটনার প্রভাব পড়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলেও। জানা যাচ্ছে, স্টেশন সংলগ্ন একটি কারখানার গোডাউনে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তে তা ভয়াবহ আকার নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুনের লেলিহান শিখা এসে পৌঁছয় স্টেশনেও। যার জেরে দুপুর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৪ টি ইঞ্জিন। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকলকে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন একটি চামড়ার কারখানায় এদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন দুপুরে হঠাৎই কারখানা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। মুহূর্তের মধ্যে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। বাতাসে গতি থাকায় মুহূর্তে আগুন ভয়াবহ আকার নিয়ে নেয়।
এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়িও এলাকা পর্যন্ত পৌঁছতে পারেনি। আগুন ভয়াবহ আকার নেওয়ার নেপথ্যে এটিও একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে। এদিকে বিপদ ঠেকাতে দুপুর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় ট্রেন যাত্রীদের।