শেষ আপডেট: 3rd October 2023 07:38
দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে ভয়াবহ আগুনকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল হাওড়ার বেলুড়ে। সোমবার রাতে বেলুড়ের হরেন মুখার্জি রোডের একটি অ্যালুমিনিয়াম বাসনপত্র তৈরির কারখানায় আচমকা লেগে যায় আগুন। মুহুর্তে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। ঘটনার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে শোরগোল পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রের খবর, কারখানা চত্বরেই রয়েছে দু’টি বড় গোডাউন। সেখানে প্রচুর দাহ্য বস্তু ছিল। অ্যালুমিনিয়ামের শিটে আগুন লাগতেই তা ভয়াবহ রূপ নেয় বলে মনে করছেন দমকলের কর্তারা।
তাঁরা জানিয়েছেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে। ঠিক কী কারণে আগুণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে মঙ্গলবার সকালে ফের ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলের কর্মীরা।
স্থানীয় সূত্রের খবর, রাতে সাড়ে ১১টা নাগাদ কারখানার মধ্যে থেকে আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশেই রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। বাসিন্দারা জানান, অন্যদিন কারখানায় লোকজন থাকেন। সোমবার ২ অক্টোবর গান্ধী জয়ন্তি উপলক্ষে কারখানায় ছুটি ছিল। ফলে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।
গত সপ্তাহেই ভয়াবহ আগুন লেগেছিল হাওড়ার দাসনগর সিটিআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে। পুজোর মুখে ফের আরও একটি কারখানায় আগুন লাগায় হতাশার ছায়া শ্রমিক মহলে।