শেষ আপডেট: 27th October 2024 08:30
দ্য ওয়াল ব্যুরো: দিঘাগামী একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হল একাধিক সাইকেল আরোহীর। শনিবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে তমলুক থানার ভান্ডারবেড়িয়া এলাকায় হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে। জখম একাধিক।
স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। জখম আরও একজন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জখম ব্যক্তিদের চিকিৎসা চলছে তমলুক জেলা হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে তমলুকের ভান্ডারবেড়িয়া এলাকায়। তাঁরা জানান, মেচেদার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভান্ডারবেড়িয়ার কাছে তিনজন সাইকেল আরোহীকে পর পর ধাক্কা মারে। একটি গাছে ধাক্কা মারার পর নয়নজুলিতে উল্টে যায় প্রাইভেট গাড়িটি। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে দুর্ঘটনার পর গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয় সূত্রের দাবি, ঘটনাস্থলেই দু'জন সাইকেল আরোহী ও দুর্ঘটনাগ্রস্ত গাড়ির দু'জন আরোহীর মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। প্রাইভেট গাড়ির মৃত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনায় মৃত স্থানীয় দু'জনের নাম জানতে পেরেছে পুলিশ। এরা হলেন- রাজেন্দ্র সামন্ত, প্রশান্ত রায়।