এলাকায় টহল দিচ্ছেন জওয়ানরা
শেষ আপডেট: 14th April 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। গ্রামের পশ্চিম দিকের আমবাগান থেকে ইট পাটকেল ছোড়া শুরু হয় হঠাৎ। গ্রামে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী তাদের তাড়া করেন। বাগানের মধ্যে কিছুটা যেতেই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে আক্রমণ শুরু হয়। কার্যত ছুটে প্রাণে বাঁচেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও সামশেরগঞ্জ থানার পুলিশ। এরপর বিশাল কেন্দ্রীয় বাহিনী পদস্থ পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ফের নতুন করে আতঙ্ক ছড়ায় জাফরাবাদ এলাকায়। বর্তমানে এলাকায় টহল দিচ্ছেন তাঁরা।
সোমবার দুপুরে সামশেরগঞ্জের জাফরাবাদ এলাকায় পৌঁছেছিলেন বাম নেতা মহম্মদ সেলিম। তিনি এলাকা ঘুরে দেখছিলেন, কথা বলছিলেন স্থানীয়দের সঙ্গে। ঠিক সেসময়ই আমবাগানের দিক থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় ভয় পেয়ে থানায় যান স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, হাতে পায়ে পড়েন তাঁরা আধিকারিকদের। তারপর এলাকা যান পাঁচজন। তাঁরা আমবাগানের দিক থেকে দুষ্কৃতীদের সরানোর চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, এরপর উল্টে ওই পাঁচজনকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। বিপদ বুঝে পিছু হঠতে বাধ্য হন তাঁরা। ততক্ষণে এলাকায় আরও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত হয়েছেন। তাঁরা এলাকায় টহল শুরু করেন।
এদিকে সোমবার মুর্শিদাবাদের কান্দি এলাকায় অশান্তি বাধে। ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবি নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশ। কান্দি মহকুমার বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকায় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। এলাকা বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওয়াকফের বিরোধিতায় শুক্রবার থেকে বিক্ষিপ্ত ঝামেলা চলছে মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায়। সোমবার রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জানিয়ে দেন, গত ৩৬ ঘণ্টায় মুর্শিদাবাদে নতুন করে কোনও অশান্তি হয়নি। সাংবাদিক বৈঠক শেষ হতে হতেই ফের অশান্তি ছড়ায় সামশেরগঞ্জে।