শেষ আপডেট: 16th December 2024 22:29
দ্য ওয়াল ব্যুরো: বহিরাগতদের নিয়ে এসে আন্দুল কলেজে হামলা চালানোর অভিযোগ উঠল এসএফআইয়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনা তৈরি হয় আন্দুলের প্রভু জগবন্ধু কলেজ চত্বরে। তবে ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
পরিস্থিতির জন্য বামেদের ছাত্র সংগঠন এসএফআই এবং শাসকদল তৃণমূল অবশ্য পরস্পরকে দুষছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
ঘটনার সূত্রপাত, এসএফআই কর্মী স্বপন কোলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এদিন আন্দুল কলেজে স্মারকলিপি জমা দিতে আসে এফএফআইয়ের কর্মী সমর্থকরা। ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবি জানান তাঁরা। এদিকে বহিরাগতদের কলেজে ঢুকতে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। তা থেকে দু'পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেঁধে যায়।
এসএফআই নেত্রী দিপ্সিতা ধরের অভিযোগ, শান্তিপূর্ণ অভিযানে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের লোকজন।
পাল্টা হিসেবে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা হাওড়া জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষ বলেন, "কলেজে স্মারকলিপি দিতে কলেজের কোনও ছাত্র-ছাত্রী আসেননি। এসএফআই আজকে বহিরাগতদের নিয়ে আসে। ওরা আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে দিয়েছে। আমরা সংযত থাকায় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। বিষয়টি আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি।"