শেষ আপডেট: 12th April 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো: ক্ষণিকের বিরতির পর ফের অশান্ত মুর্শিদাবাদ (Murshidabad)। পুলিশ এবং বিএসএফ জওয়ানদের টহলদারির মধ্যেই ফের উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের ধুলিয়ানে।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে হামলাকারীরা একটি বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রের দাবি, ধুলিয়ান পুরসভাতেও ভাঙচুর চালানো হয়। এমনকী বিধায়ক মণিরুল ইসলামের দাদা কাওসার আলির বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।
স্থানীয় সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ ও বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়া হয়। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে। স্থানীয় সূত্রের দাবি, বিএসএফের গুলিতে এক শিশু-সহ দু'জন জখম হয়েছে।
তবে সরকারিভাবে গুলি চালানোর কোনও খবর এখনও স্বীকার করা হয়নি। বিষয়টি নিয়ে পুলিশ বা বিএসএফের কর্তারা অফিসিয়ালি এখনও কোনও মন্তব্য করেননি। তবে পরোক্ষে পুলিশের গুলি চালানোর কথা স্বীকার করে নিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, "বাংলার মাটি সম্প্রীতির মাটি। এখানে পুলিশ হঠাৎ করে গুলি চালায় না। এখানে বুলডোজার রাজ চলে না। বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি পাকাচ্ছে।"
ওয়াকফ (সংশোধিত) আইন বাতিলের (Waqf Bill) দাবিতে শুক্রবার দুপুর থেকে দফায় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদের (Mursidabad) জঙ্গিপুর এলাকা। শুক্রবার দুপুরে অশান্তি চরমে পৌঁছয়। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি চলে। পুলিশের গাড়িতে আগুন লাগানো, সাধারণ যানবাহন ও বাইক ভাঙচুর— একাধিক ঘটনায় অশান্তি ছড়িয়েছে শাজুরমোড় ও ধুলিয়ান সংলগ্ন এলাকায়। অশান্তি ঠেকাতে গিয়ে আক্রান্ত হন ফারাক্কার এসডিপিও। শুক্রবার রাতেও ডাকবাংলাোর ট্রাফিক গার্ডে এবং আজিমগঞ্জের রেল অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
পরিস্থিতির মোকাবিলায় রাজ্য পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে বিএসএফও। সূত্রের দাবি, উত্তেজনা থাকলেও সকাল ১০টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। তারপরই আচমকা হামলা শুরু করে একপক্ষ। হামলাকারীরা একটি বেসরকারি হাসপাতাল. ধুলিয়ান পুরসভা এবং স্থানীয় বিধায়ক মণিরুল ইসলামের দাদা কাওসার আলির বাড়িতেও ভাঙচুর করে বলে অভিযোগ। খবর পেয়ে এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছে বিএসএফও।
গুজব ছড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে। মুর্শিদাবাদের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।