ফিরহাদ হাকিম
শেষ আপডেট: 17th February 2025 20:27
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম স্বীকার করেছেন নগরোন্নয়ন দফতরের আওতাধীন স্বাস্থ্যকেন্দ্রে শূন্য পদ রয়েছে। যে কারণে কিছু সমস্যাও সৃষ্টি হচ্ছে স্বাস্থ্য পরিষেবায়। তাই এবার নগরোন্নয়ন দফতর অস্থায়ী চিকিৎসক এবং নার্স নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার মন্ত্রী জানিয়েছেন, শহুরে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই স্বাস্থ্য কেন্দ্রগুলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান দিয়ে ফিরহাদ জানান, বর্তমানে রাজ্যের দফতরের আওতাধীন ৯৮৩টি উপস্বাস্থ্য কেন্দ্র, ২২২টি হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, ৪৫টি স্পেশ্যালিটি আউটডোর সেন্টার রয়েছে। এছাড়া, ৪২টি মাতৃসদন রয়েছে, যার মোট বেড সংখ্যা ৭১৬।
তাঁর কথায়, ২০২১-২২ সালে পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় আরবান হেলথ সেন্টার নির্মাণে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছিল। যার ফলে বর্তমানে রাজ্যে ৭০৩টি আরবান হেলথ সেন্টারের মধ্যে ৫৩২টি চালু রয়েছে, বাকিগুলো নির্মাণাধীন। বর্তমানে ১৬৯১ জন চিকিৎসক রয়েছেন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এবং নার্স ৭৪৭ জন। তবে, ১০২৫টি চিকিৎসক এবং ৫১২টি নার্সের পদ শূন্য রয়েছে।
এই শূন্য পদ পূরণের জন্যই অর্থ দফতরের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন মেয়র। তিনি বলেন, অস্থায়ী চিকিৎসক নিয়োগের মাধ্যমে যাবতীয় সমস্যার সমাধান করা যাবে। অন্যদিকে, তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের নাইট গার্ড ও সুইপার সংকটের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সরকার সব কিছু একা করতে পারে না। এটি সংশ্লিষ্ট পুরসভাগুলির দায়িত্ব।