শেষ আপডেট: 29th November 2022 10:42
দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তেলেঙ্গানার ওয়াইএসআর পার্টির (Telengana YSR) প্রধান শর্মিলা রেড্ডি (Sharmila Reddy)। সেই প্রতিবাদের মধ্যেই পুলিশ (Cops) এসে রীতিমতো ক্রেনে করে টেনে নিয়ে গেল (Car Towed Away) শর্মিলা রেড্ডির গাড়ি!
ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গেছে, শর্মিলা গাড়িতে বসে থাকা অবস্থাতেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। দেখুন সেই ভিডিও।
ভিডিওয় দেখা গেছে, শর্মিলা গাড়িতে বসে আছেন। চারদিকে ঘিরে রয়েছেন কর্মী-সমর্থকরা। রয়েছেন সংবাদমাধ্যমের লোকজন। তারই মধ্যে গাড়িটি ক্রেনে করে টানতে শুরু করেছে পুলিশ। আশপাশ থেকে সবাই ছিটকে সরে যাচ্ছেন। এছাড়াও দেখা যায়, গাড়ির কাচ ভাঙা।
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির তৈরি করা পার্টি ওয়াইএসআর তেলেঙ্গানা। সেই পার্টিরই বর্তমান প্রধান রাজাশেখরের কন্যা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বোন শর্মিলা রেড্ডি। গতকাল তিনি ওয়াব়্যাঙ্গলেক নরসম্পেট এলাকায় পদযাত্রা-বিক্ষোভ করছিলেন। স্থানীয় বিধায়ক সুদর্শন রেড্ডিকে একহাত নিচ্ছিলেন তিনি। সেই সময়েই তাঁর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে গাড়ির উপর হামলা করে বিরোধী দল কেসিআর-এর সদস্যরা।
এমনই সময়ে পুলিশ এসে পৌঁছয় পরিস্থিতি সামাল দিতে। শর্মিলাকে গ্রেফতার করতে যায় পুলিশ। শর্মিলাকে বলতে শোনা যায়, 'আমায় কেন গ্রেফতার করছেন? আমি তো আক্রান্ত, অভিযুক্ত নই।' যদিও এই বলায় কোনও লাভ হয়নি। পুলিশ কোনও কথা শোনেনি। শর্মিলা কিছুতেই গাড়ি থেকে নামতে না চাইলে তাঁর গাড়িটি টানা হয় ক্রেনে করে।
শর্মিলা বলেন, 'গত ২২৩ দিন ধরে আমি এবং আমার দলের নেতা-কর্মীরা শান্তিপূর্ণ পদযাত্রা করছি তেলেঙ্গানার মানুষের নানা সমস্যার সমাধানের দাবিতে। আমাদের পদযাত্রা রোজই জনপ্রিয় হয়ে উঠছে, এটাই মুখ্যমন্ত্রী এবং তাঁর কেসিআর দলের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছে। তাই তারা যে কোনও ভাবে আমাদের থামাতে চাইছে।'