পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার সঙ্গে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা।
ফাইল ছবি
শেষ আপডেট: 14 June 2025 10:52
দ্য ওয়াল ব্যুরো: একদিকে অসহ্য গরম, অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলার আকাশে ফের সক্রিয় বর্ষার ইঙ্গিত। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে বদলাচ্ছে আবহাওয়া। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্র আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার সঙ্গে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি। তবে রবিবার তা বেড়ে ৫০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে আলিপুর।
সোমবার থেকে কিছুটা কমবে ঝড়ের দাপট, তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির তালিকায় যোগ দিচ্ছে বীরভূম ও মুর্শিদাবাদও।
উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং ও কালিম্পং-এ প্রবল বৃষ্টি হবে।
মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস মিলেছে। সোমবার ও মঙ্গলবার কিছুটা বিরতি থাকলেও, বুধবার থেকে ফের সক্রিয় হবে বর্ষা। মালদহ, দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হতে পারে বৃহস্পতি ও শুক্রবারও।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কারণে বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ একাধিক নদীর জলস্তর। নিচু এলাকা প্লাবিত হতে পারে। পাহাড়ি জেলাগুলিতে ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। দৃশ্যমানতা কমে যাওয়ায় পর্যটকদের সড়কপথে সাবধানে চলার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। কৃষিক্ষেত্রে শষ্যের ক্ষতির আশঙ্কাও রয়েছে।
এদিকে উত্তর ভারতের বেশ কিছু অংশে এখনও প্রবল গরমের দাপট জারি রয়েছে। দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁইছুঁই। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা ও ছত্তীসগড়েও কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।