Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

বাবা-মা বেরিয়েছিলেন ঘর খুঁজতে, ফিরে এসে হোস্টেলের ঘরে দেখলেন মেয়ের ঝুলন্ত দেহ

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কোটায় (Kota) পড়ুয়াদের আত্মহত্যার (suicide) ঘটনা অব্যাহত। হোস্টেলের ঘরের ভিতরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল ১৮ বছর বয়সি এক নিট পরীক্ষার্থী (NEET aspirant)। ছাত্রীর বাবা মায়ের দাবি, কোচিং ক্লাসে পরীক্ষায় ভাল ফল না হ

বাবা-মা বেরিয়েছিলেন ঘর খুঁজতে, ফিরে এসে হোস্টেলের ঘরে দেখলেন মেয়ের ঝুলন্ত দেহ

শেষ আপডেট: 15 March 2023 02:06

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কোটায় (Kota) পড়ুয়াদের আত্মহত্যার (suicide) ঘটনা অব্যাহত। হোস্টেলের ঘরের ভিতরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল ১৮ বছর বয়সি এক নিট পরীক্ষার্থী (NEET aspirant)। ছাত্রীর বাবা মায়ের দাবি, কোচিং ক্লাসে পরীক্ষায় ভাল ফল না হওয়ার কারণেই আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী।

মৃতা ছাত্রীর নাম শেম্বুল পারভিন। ১৮ বছর বয়সি ওই ছাত্রী বিহারের বাসিন্দা। এক বছর আগে মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য রাজস্থানের কোটায় এসেছিল সে। সেখানে একটি হোস্টেলে থাকছিল সে। শেম্বুলের বাবা জানিয়েছেন, হোস্টেলের খাবার পছন্দ ছিল না মেয়ের। 'এখানে শুধুমাত্র অভিভাবকরা দেখা করতে এলেই ভাল খাবার দেওয়া হয়, বাকি সময় খাবারের মান খুবই খারাপ। ও চেয়েছিল ওর মা যাতে এখানে এসে থাকে, তাহলে অন্তত ক্লাসে যাওয়ার আগে ও ভাল খাবার পাবে,' জানিয়েছেন তিনি।

মেয়ের সঙ্গে দেখা করতে হোস্টেলে এসেছিলেন শেম্বুলের বাবা মা। মঙ্গলবার মেয়ের থাকার জন্য অন্য ঘর খোঁজার জন্য বেরিয়েছিলেন দুজন। সেই সুযোগেই ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী। ফিরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁরা।

মৃতা ছাত্রীর বাবা আরও জানিয়েছেন, মেয়ে এমনিতে পড়াশোনায় খুবই ভাল হলেও পরীক্ষার ফল প্রত্যাশামতো না হওয়ায় অবসাদে ভুগছিল শেম্বুল। 'আমরা ওকে সবসময় ই বলতাম, এবার ফল ভাল না হলে পরের বছর আবার সুযোগ আসবে,' কাঁদতে কাঁদতে জানিয়েছেন তিনি।

পরীক্ষার ফল নিয়ে অবসাদের জেরেই শেম্বুল আত্মহত্যা করেছে বলে অনুমান পুলিশের। ঘটনায় কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

হোস্টেলের ঘরে আত্মহত্যা আইআইটি পড়ুয়ার, গলায় দড়ি দিয়ে ঝুলছিলেন


ভিডিও স্টোরি