শেষ আপডেট: 1st May 2024 11:26
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল মাসের বেতন পেয়েছেন হাইকোর্টের রায় চাকরি চলে যাওয়া ২৫ হাজার শিক্ষক। মঙ্গলবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিলের বেতনের টাকা জমা পড়েছে।
আদালতের রায়ে চাকরি খোয়ানো এক শিক্ষকের কথায়, এই দুর্যোগের মুহূর্তে এটা সাময়িক স্বস্তি। তবে আসল প্রশ্ন চাকরি থাকবে কিনা।
প্রসঙ্গত এই বিষয়টি নির্ভর করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের উপর। প্রধান বিচারপতির বেঞ্চ সোমবার ফের এই মামলা শুনবে।
গত সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ ২৫ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করে। কিন্তু চাকরি চলে যাওয়া সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেনি।
চাকরি চলে যাওয়া শিক্ষকদের এপ্রিলের বেতন দেওয়ার ব্যাপারে শিক্ষা দফতরের বক্তব্য, ওই শিক্ষকেরা প্রায় পুরো মাস কাজ করেছেন। তাছাড়া বেতনের বিল অনেক আগেই তৈরি হয়ে যায়। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় রাজ্য সরকার এবং এসএসসি সংশ্লিষ্ট শিক্ষকদের এখনও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ জারি করেনি।
এসএসসির বক্তব্য, তারা নিশ্চিত, বেপথে চাকরি পাওয়া শিক্ষকের সংখ্যা পাঁচ হাজারের বেশি হবে না। সুপ্রিম কোর্টের কাছে এই ব্যাপারে বিশদ রিপোর্ট পেশ করা হবে সোমবার। 'যোগ্য অধিকার মঞ্চ' নামে একটি সংগঠন ওই মামলায় যুক্ত হয়েছে।