শেষ আপডেট: 27th August 2023 04:14
দ্য ওয়াল ব্যুরো: মুসলিম হওয়ার অপরাধে উত্তরপ্রদেশের এক স্কুলে ছাত্রকে একের পর এক চড় মারার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। আর এবার ভূস্বর্গের (Kashmir) এক স্কুলে ছাত্রকে মারায় শিক্ষকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের কাঠুয়ার একটি স্কুলে। অভিযোগ, স্কুলের ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডের মধ্যে চক দিয়ে বড় বড় করে ‘জয় শ্রী রাম’ (Jai Shri Ram) লিখেছিল ওই ছাত্র। এ কথা জানতে পেরেই তাকে মারধর করেন ওই শিক্ষক।
সূত্রের খবর, অভিযুক্ত শিক্ষক ওই স্কুলেরই প্রিন্সিপাল। তিনি জানতে পারেন, স্কুলেরই এক ছাত্র ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডের মধ্যে ‘জয় শ্রী রাম’ লিখেছিল। স্কুলের ভিতরে এই বিষয়টি একেবারেই মানতে পারেননি ওই প্রিন্সিপাল। আর সেই ‘দোষ’-এই তাকে বেধড়ক মারেন ওই শিক্ষক। ঘটনায় তদন্তের জন্য কাঠুয়ার ডেপুটি কমিশনার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এদিকে বেধড়ক মারের জেরে গুরুতর আহত হয় ওই স্কুলছাত্র। জানা গিয়েছে, সে ওই স্কুলের দশম শ্রেণির পড়ুয়া। মার খেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে এনে ভর্তি করা হয়। এরপর ডাক্তাররা জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা সামনে বেরিয়ে আসে। এরপরই ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়ায় এলাকায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। স্থানীয়রা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই স্কুল চত্বরের বাইরে।
উল্লেখ্য, দিনদুয়েক আগেই উত্তরপ্রদেশের একটি বেসরকারি স্কুলে এক মুসলিম পড়ুয়াকে মারধর করা হয়। শিক্ষিকার নির্দেশে সহপাঠীরাই তাকে এসে এক এক করে চড় মারে। সেই শিক্ষিকাকে আরও বলতে শোনা গিয়েছিল যে, মুসলিম মহিলারা তাঁদের সন্তানদের পড়াশোনার দিকে খেয়াল রাখেন না। সেই জন্যই মুসলিম পড়ুয়াদের পড়াশোনার মান এত খারাপ। ওই গোটা ঘটনাটি ক্লাসরুমে বসেই এক যুবক রেকর্ড করেন আর তারপরই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে গোটা দেশে।
যোগীরাজ্যের ওই শিক্ষিকাকে নিয়ে স্বর তুললেন স্বরা ভাস্কর, ক্ষুব্ধ প্রকাশ রাজও