শেষ আপডেট: 22nd November 2024 17:48
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় আলুর দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তার পরই শুক্রবার নবান্নে বৈঠক করে টাস্কফোর্স। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিনরাজ্যে আলু রফতানি বন্ধ থাকবে।
''বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লুটবে, এ জিনিস বরদাস্ত করব না'', এমনই কড়া বার্তা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে দ্রুত টাস্ক ফোর্সের বৈঠক ডাকার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অবিলম্বে সীমান্ত সিল করার নির্দেশও ছিল। সেই মতোই শুক্রবার বৈঠক করে টাস্ক ফোর্স।
নবান্নের এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিনরাজ্যে আলু রফতানি হবে না। আর বাজারগুলিতে যেমন অভিযান চলছে তেমনই জারি থাকবে। সেখানে সাহায্য করবে লোকাল থানা। নবান্নের বৈঠক শেষ হওয়ার পর টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এমনটাই জানান।
বিগত কয়েক মাস ধরে বাংলার বাজারে আলুর দাম বেড়ে রয়েছে। তা নিয়ে সাধারণ মানুষের চিন্তা। সেই প্রেক্ষিতেই এই ইস্যুতে মমতার বক্তব্য ছিল, ''আলু উৎপাদনে আমরা স্বনির্ভরশীল। তবু আমাদের রাজ্যের মানুষকে কেন বাড়তি দাম দিয়ে আলু কিনে খেতে হবে?'' রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি এও বলেন, ''কীভাবে বাংলার মানুষকে বিপদে ফেলে বাইরে আলু পাঠানোর সাহস হয়? এখনই পদক্ষেপ করতে হবে।''
মুখ্যমন্ত্রীর ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রদীপ মজুমদার ও বেচারাম মান্না। এতদিন মার্কেটিং এবং অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্ট ছিল ওঙ্কার মিনার হাতে। এদিন অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্ব বেচারামের হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।