শেষ আপডেট: 26th September 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে শিয়ালদহ আদালতে হাজির করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। যে কারণে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হল তাঁকে।
শিয়ালদহ আদালত থেকে জেলে ফেরার জন্য প্রিজন ভ্যানে উঠতে যান অভিজিৎ মণ্ডল। তখনই হোঁচট খেয়ে পড়ে যান তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তখনই তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই ভর্তি রয়েছেন টালা থানার প্রাক্তন ওসি।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে পেশ করা হয় শিয়ালদহ আদালতে। তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তাঁরা দু'জনই।
বুধবার সেই মামলায় অভিজিতের আইনজীবী তাঁর জন্য জামিনের আবেদন করেছিলেন। যদিও তা খারিজ করে দেয় আদালত। সন্দীপ, অভিজিৎ— দু'জনকেই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছিল, টালা থানাতে বসেই ঘটনার যাবতীয় তথ্যপ্রমাণ লোপাট করেছিলেন থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এমনকী ভুয়ো রিপোর্ট তৈরিতেও ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি তদন্তকারী সংস্থার।