শেষ আপডেট: 14th July 2024 09:46
দ্য ওয়াল ব্যুরো: হুমকি ফোন মহকুমা পুলিশ আধিকারিককে! অবিলম্বে কেস তুলে না নিলে থানার আইসি এবং তদন্তকারী অফিসার (আইও)কে প্রাণে মারার হুমকির অভিযোগ। ঘটনার জেরে শোরগোল পড়ে গেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।
কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও-র) দিবাকর দাসের কাছে এসেছে এই হুমকি ফোন। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে তাঁকেও। একবার নয় একাধিকবার ফোনে এই হুমকি দেওয়া হয়েছে বলে দাবি এসডিপিও-র।
পুলিশ সূত্রের খবর, গত ৮ জুলাই থেকে দফায় দফায় হুমকি ফোন আসছে। এসডিপিও-র পাশাপাশি আইও-কেও ফোন করে হুমকি দেওয়া হয়েছে মোবাইলে। অভিযুক্তের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ।
এসডিপিও জানান, ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগে সম্প্রতি মুর্শিদাবাদের সালারের বাসিন্দা মোহাম্মদ নিয়ামুল হুদাকে গ্রেফতার করেছিল পুলিশ। পূর্ব মেদিনীপুরের মারিশদাতে ধৃতর শ্বশুরবাড়ি। তদন্তে নেমে পুলিশ দেখে অভিযুক্তর বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে কাঁথি থানায়। বেশ কয়েকমাস জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে সে।
ফোনের টাওয়ার লোকেশন ধরে পুলিশ জানতে পেরেছে, হুমকি ফোনগুলি এসেছে মুর্শিদাবাদের কয়েকটি জায়গা থেকে। এর আগে সম্প্রতি কামারহাটির কুখ্যাত দুষ্কৃতি জয়ন্ত সিংকে জেল থেকে বের করানোর দাবি জানিয়ে হুমকি ফোন এসেছিল দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর কাছে। এবার অন্য একটি মামলায় জামিনে মুক্ত আসামির হুমকি ফোন পেলেন পুলিশের পদস্থ আধিকারিক। বিষয়টি ঘিরে পুলিশের মধ্যে তো বটেই জনমানসেও তীব্র শোরগোল তৈরি হয়েছে।