শেষ আপডেট: 2nd December 2024 21:25
দ্য ওয়াল ব্যুরো: উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সহজ করতে ফের পাঠ্যক্রমে বদলের সিদ্ধান্ত শিক্ষা দফতরের। জানা যাচ্ছে, নতুন বছরের শুরুর দিকে অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসেই নয়া পাঠ্যক্রম প্রকাশ করা হতে পারে। পরিবর্তিত সিলেবাসের খসড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে ইতিমধ্যে জমা পড়েছে বলে খবর।
জানা যাচ্ছে ছেঁটে ফেলা হচ্ছে সিলেবাসের বড় অংশ। কিন্তু আচমকা কয়েক মাস কাটতে না কাটতেই ফের কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? কেনই বা নতুন সিলেবাসে শুরু হল লেখাপড়া? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন শিক্ষকরা।
সূত্রের খবর, আগে যে পাঠ্যক্রম ছিল তাতে অনেক খামতি ছিল। সে কারণেই তা বদলানোর প্রয়োজন হয়ে পড়ে। উচ্চমাধ্যমিক স্তরে এবার থেকেই সেমেস্টার প্রক্রিয়া চালু হয়েছে। যারা ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তারা সেমেস্টার সিস্টেমে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করবে বলে খবর। জানা গেছে, পরিবর্তনের তালিকায় বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের মতো বিষয় আছে। তবে বিজ্ঞান বিভাগের কোনও বিষয়ের পাঠ্যক্রম পরিবর্তন হচ্ছে না বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর।
নতুন নিয়ম অনুযায়ী, চারটি সেমেস্টার থাকছে উচ্চমাধ্যমিক স্তরে। এর মধ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে দুটি করে সেমেস্টার থাকছে। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ। এরপরই একটি কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টের ভিত্তিতেই পাঠ্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, নয়া যে পাঠ্যক্রম তৈরি করা হয়েছিল, তাতে পড়ুয়াদের উপরে বাড়তি চাপ তৈরি হচ্ছিল। তা কমাতেই ফের পাঠ্যক্রম কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন মহল থেকে পাঠ্যক্রম পরিবর্তনের সুপারিশ জানানো হয়েছিল। এরপর পরিস্থিতি বিচার করেই ফের এমন সিদ্ধান্ত নেওয়া হল।