শেষ আপডেট: 2nd January 2023 09:35
দ্য ওয়াল ব্যুরো: বর্ষশেষের রাতে নাকি যৌনতাতেই মজে আছেন নেটিজেনরা। আর সেই স্বর্গীয় সুখে তাঁদের সঙ্গী হয়েছে ডিউরেক্স কন্ডোম, টুইট করে শনিবার রাতে এমনটাই জানিয়েছিল সুইগি (Swiggy)। এবার পাল্টা টুইট করে সুইগিকে প্রত্যুত্তর দিল ডিউরেক্স (Durex)। সেই স্মার্ট জবাবে হেসে খুন ইন্টারনেট ব্যবহারকারীরা।
৩১ ডিসেম্বর শনিবার রাতে টুইট করে সুইগি জানিয়েছিল, শুধু সেদিন সন্ধ্যা পর্যন্ত ২ হাজার ৭৫৭ প্যাকেট ডিউরেক্স কন্ডোম ডেলিভারি দিয়েছে সুইগি ইন্সটামার্ট। মজার ছলে সংস্থাটি লেখে, 'দয়া করে আরো ৪ হাজার ২১২ প্যাকেট অর্ডার করুন, যাতে সংখ্যাটা ৬৯৬৯ হয়ে যায়, আর আমরা বলতে পারি, 'দারুণ'!'
প্রসঙ্গত, একটি বিশেষ যৌন পজিশনের সঙ্গে সামঞ্জস্য থাকায় ৬৯ (69) সংখ্যাটি নিয়ে হাসাহাসি করেন নেটিজেনরা। সুইগিকেও একই রাস্তায় হাঁটতে দেখে মজা পেয়েছিলেন তাঁরা। কিন্তু আরও মজা বাকি ছিল।
সুইগির টুইটটির প্রত্যুত্তরে ডিউরেক্স লেখে, 'ডেলিভারি দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা জানি, অন্তত ওই ২৭৫৭ জন 'কাঁপিয়ে' নববর্ষ উদযাপন করছেন (Hope they had a BANGING new year)।'
পুনশ্চ দিয়ে আরও লেখে ডিউরেক্স, 'আশা করি ওঁরা কাল সকালে একসঙ্গে কফি অর্ডার করবেন।'
সুইগি এবং ডিউরেক্সের এই দ্বৈত অর্থবাহী দুষ্টু-মিষ্টি বার্তালাপ দেখে হেসে লুটিয়ে পড়ছেন নেটিজেনরা।
টুইটের মন্তব্য সেকশনে একজন লিখেছেন, 'দারুণ!'
তার জবাবে সুইগি ইন্সটামার্ট লেখে, 'ওটা তো আমরা বলে দেব, আপনি অর্ডার দিয়ে কাঁপিয়ে দিন!'
প্রসঙ্গত, শনিবার টুইট করে সুইগি জানিয়েছিল, বর্ষশেষের রাতে নেটিজেনরা সবচেয়ে বেশি অর্ডার দিয়েছেন বিরিয়ানির। সেদিন রাত ১০.৩০ পর্যন্ত তারা সাড়ে ৩ লক্ষ প্যাকেট বিরিয়ানি ডেলিভারি দিয়েছে বলে জানিয়েছিল ফুড ডেলিভারি সংস্থা সুইগি। সবচেয়ে বেশি সংখ্যক অর্ডার এসেছিল হায়দরাবাদি বিরিয়ানির জন্য। তারপরেই ছিল লখনউ এবং কলকাতা বিরিয়ানি। নেটিজেনদের পছন্দের তালিকায় বিরিয়ানির পরেই ছিল পিৎজা।
তবে বিক্রির সংখ্যায় পিছিয়ে ছিল না কন্ডোমও। বর্ষবরণের আগে যথোপযুক্ত 'সুরক্ষা' নিয়েই আনন্দে মেতেছিলেন নেটিজেনরা। টুইট করে সুইগি ইন্সটামার্ট জানায়, শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৭৫৭ প্যাকেট ডিউরেক্স কন্ডোমের অর্ডার এসেছে। তার উত্তরেই কন্ডোম প্রস্তুতকারক সংস্থার বুদ্ধিদীপ্ত এবং মজার জবাব মন কেড়েছে নেটিজেনদের।
কন্ডোম আর বিরিয়ানি জিতল থার্টি ফার্স্ট কাপ! বছর শেষে বিক্রির তুফান সুইগিতে