শেষ আপডেট: 16th January 2023 10:14
দ্য ওয়াল ব্যুরো: খাবার ডেলিভারি করতে এসেছিলেন তিনি, গ্রাহক তাঁকে তিনতলায় যেতে বলেন। সেইমতোই খাবার পৌঁছতেই গিয়েছিলেন এক সুইগি ডেলিভারি বয় (Swiggy Delivery Boy)। ফ্ল্যাটের দরজা খুলতেই গ্রাহকের পোষ্য কুকুরটি তাড়া করে তাঁকে। ভয় পেয়ে দৌড় লাগায়, সামনেই একটি খোলা জালনা থেকে ঝাঁপ দেন নীচে। হাসপাতালে ভর্তি করা হলেও প্রাণে বাঁচানো (Death) যায়নি যুবকটিকে।
জানা গেছে, সুইগি ডেলিভারি বয়টির নাম মহম্মদ রিজওয়ান। পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের (Hyderabad) বানজারা হিলসের লুম্বিনি রকস আবাসনের বাসিন্দা কে শোভনা সুইগিতে খাবার অর্ডার দিয়েছিলেন। তাঁর অর্ডার পৌঁছতেই এসেছিলেন রিজওয়ান। তিনতলায় উঠে যখন তিনি দরজায় টোকা মারেন, তখন ভেতরে থাকা একটি জার্মান শেফার্ড চিৎকার শুরু করে। দরজা খুলতেই কুকুরটি চিৎকার করে তেড়ে আসে বছর ২৩-এর রিজওয়ানের দিকে।
কুকুরের আচমকা চিৎকারে ও তেড়ে আসায় ভয় পেয়ে যান রিজওয়ান। সেই ভয়েই তিনতলা থেকে নীচে ঝাঁপ মারেন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় রিজওয়ানকে নিজাম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাথায় গুরুতর আঘাত লাগায়, অবস্থা ধীরে ধীরে অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি।
শহরের ইউসুফগুদা এলাকার শ্রীরাম নগরের বাসিন্দা রিজওয়ান। ঘটনায় রিজওয়ানের ভাই মহম্মদ খাজা বানজারা হিলস থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ, কুকুর মালিক শোভনার বিরুদ্ধে অবহেলার অভিযোগে মৃত্যুর মামলা রুজু করেছে।
কুকুরকে খাবার খাওয়াচ্ছিল, আচমকাই বেপরোয়া গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন তরুণী! তারপর…