শেষ আপডেট: 17th February 2023 12:09
দ্য ওয়াল ব্যুরো: খাবার দিতে এসে ফোন চুরি করে পালাল সুইগি ডেলিভারি বয় (Swiggy delivery boy)। গত ১৪ ফেব্রুয়ারি মুম্বইয়ের মালাড এলাকার একটি বহুতলে ঘটনাটি ঘটেছে। এরপরই টুইটারে মুম্বই (Mumbai) পুলিশকে ট্যাগ করে বিষয়টি জানিয়েছেন ফোনের (phone) মালকিন সেই মহিলা। জানা গেছে, ওই যুবকের নাম জয়রাম যেগড়ে।
জানা গেছে, গত মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি সন্ধে ৬টা ৪৫ মিনিট নাগাদ মালাডের অশোক এনক্লেভ অ্যাপার্টমেন্টে চুরি হয়। সিসিটিভিতে ধরা পড়ে পুরো ঘটনাটি। তবে ওই মহিলা এখনও অবধি এই চুরির বিষয়ে এফআইআর দায়ের করেননি বলেই খবর।
সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, অপর্ণা বিনয়ন নামের ওই মহিলা ঘরে ঢোকার আগে নিজের ফোনটি দরজার পাশে থাকা জুতোর র্যাকের উপর রেখে দরজা খোলে। এরপর ভুলবশত মোবাইল ফোনটি ওখানেই রেখে দিয়ে ভিতরে ঢুকে যায়। ঠিক তখনই করিডোর দিয়ে ওই সুইগি ডেলিভারি বয় হেঁটে যাওয়ার সময় ফোনটি তুলে নিয়ে পালিয়ে যায়।
পরে জানা যায়, ওই ডেলিভারি বয় সেই মহিলার পাশের ফ্ল্যাটেই খাবার দিতে এসেছিলেন। সেখান থেকেই যুবকটির নাম জানতে পারে ফোনের মালকিন সেই মহিলা। এরপরই টুইটারে সুইগি এবং মুম্বই পুলিশকে ট্যাগ করে গোটা ঘটনা খুলে জানান তিনি। সঙ্গে সিসিটিভি ক্যামেরার ভিডিওটিও সেখানে জুড়ে দেন।
এরপরই মুম্বই পুলিশ তাঁর টুইটের রিপ্লাইয়ে পাল্টা টুইট করে বলে, "এই চুরির ঘটনা নিয়ে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করুন।" সুইগিও ওই মহিলাকে রিপ্লাই দিয়ে জানায়, "বিষয়টি খুবই গুরুতর। আপনি দয়া করে সেই ডেলিভারি বয়ের আইডি আমাদের জানান। তাহলে আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব।"
বাংলার মিনি জামতাড়া! এখানেই মুক্তাঞ্চল সাইবার অপরাধীদের, পাথর ছোড়ে লোকের ঘরে ঘরে