শেষ আপডেট: 30th January 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: নার্সদের খারাপ ব্যবহার নিয়ে একাধিক অভিযোগ আসে বলে দাবি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বহু রোগী এবং তাঁদের পরিবারের তরফেই সেইসব অভিযোগ করা হয়। এই ইস্যুতে এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল স্বাস্থ্যভবন। নার্সদের আচরণ কেমন হওয়া উচিত তা জানিয়ে নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্যভবন বিবৃতি দিয়ে জানিয়েছে, চিকিৎসা মহলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলেন নার্সরা। তাঁদের ছাড়া চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবা কার্যত অচল। রোগীদের সারিয়ে তুলতেও তাঁদের ভূমিকা অপরিসীম। সেক্ষেত্রে রোগী এবং তাঁদের পরিবারের উদ্দেশে নার্সদের আচরণ সঠিক রাখা ভীষণ প্রয়োজন। তাই ঠিক কেমন ব্যবহার করতে হবে সেই কথাই নির্দেশিকায় জানিয়েছে স্বাস্থ্য দফতর।
নার্সদের উদ্দেশে বলা হয়েছে, রোগী পরিষেবার ক্ষেত্রে 'এবিসিডি' মেনে চলতে হবে। প্রথমত, সর্বদা ভাল ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, সহানুভূতিশীল হতে হবে। তৃতীয়ত, নম্রভাবে আলাপচারিতা করতে হবে রোগী এবং পরিবারের সঙ্গে আর চতুর্থত, রোগীর সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। স্বাস্থ্যভবন স্পষ্ট করেছে, অনেক নার্সের আচরণ নিয়েই অভিযোগ জমা পড়েছে তাঁদের কাছে। এবার থেকে এই নিয়ম না মেনে কাজ করলে এবং তার ভিত্তিতে যদি আরও অভিযোগ আসে, সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।
স্যালাইন কাণ্ড নিয়ে ইতিমধ্যেই ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এরই মধ্যে নার্সদের রাজ্য সরকারের এমন নির্দেশিকা স্বাভাবিকভাবে কৌতূহল বাড়িয়েছে। মনে করা হচ্ছে, চিকিৎসকদের ওপর চাপ তো আরজি কর আন্দোলনের পর থেকেই রেখেছে সরকার। এবার নার্সদের ওপরও চাপ বাড়ানো হল।