শেষ আপডেট: 8th November 2024 13:00
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অতীতে বহুবার প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। এবার জেলার পুলিশ অফিসারের একাংশের 'চরিত্র' নিয়ে বড় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর অভিযোগ, "জেলার বহু অফিসাররা পরকীয়ায় জড়িত। জেলার পুলিশ আধিকারিকদের চরিত্র খারাপ।" এ প্রসঙ্গে মেদিনীপুরের পুলিশ সুপারকেও সরাসরি আক্রমণ শানিয়েছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, "মেদিনীপুরের পুলিশ সুপার অতি নোংরা ছেলে।"
ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার মেদিনীপুরে ভোটের প্রচারে গিয়েছিলেন বিরোধী দলনেতা। আগামী ১৩ নভেম্বর মেদিনীপুরের পাশাপাশি সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া এবং তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে।
বৃহস্পতিবার মেদিনীপুরে দলীয় প্রার্থী শুভজিৎ রায়কে নিয়ে মহামিছিল করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত মহামিছিল বাতিল হয়। এরপরই সাংবাদিক বৈঠক থেকে মেদিনীপুরের পুলিশ সুপার, আইসি, ওসিদের আক্রমণ করেন বিরোধী দলনেতা। যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে তো বটেই সাধারণ মানুষের মধ্যেও শোরগোল তৈরি হয়েছে।
একই সঙ্গে আসন্ন ভোটে সরকারি ভাতার কাছে আত্মসমর্পণ না করার আহ্বান জানিয়ে ভোটারদের উদ্দেশে শুভেন্দুর আহ্বান, "ভাতার কাছে আত্মসমর্পণ না করে এবারের ভোটে ডাক্তার-বোনের ধর্ষণ-খুনের হিসাব নিন।" মঞ্চ থেকে স্লোগান তোলেন, 'আর জি করের বদলা নিন, পদ্মফুলে ভোট দিন।'