শেষ আপডেট: 24th July 2024 15:06
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভাও নিরাপদ নয়! শাসকদলের বিধায়কের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগে স্পিকারকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, "বিধানসভার মধ্যেও আমরা নিরাপদ নই!"
একই সঙ্গে অভিযুক্ত তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আর্জিও জানিয়েছেন তিনি। যদিও শুভেন্দুর আনা শারীরিক নিগ্রহের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়।
পরে এ ব্যাপারে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "অভিযোগ পেয়েছি। আমি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি।"
স্পিকারকে লেখা চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, এই নিয়ে দ্বিতীয়বার বিধানসভার মধ্যে তাঁকে শারীরিক নিগ্রহের চেষ্টা করা হল। স্পিকার হিসেবে বিমান বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না বলেও চিঠিতে স্পষ্টভাবে লিখেছেন শুভেন্দু।
শুভেন্দুর দিকে তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক!#SuvenduAdhikari #TheWallBangla #TMC pic.twitter.com/7Sby7LxSl3
— The Wall (@TheWallTweets) July 24, 2024
ঘটনার সূত্রপাত, এদিন অধিবেশন চলাকালীন বিধানসভার লবিতে বিরোধী দলনেতার দিকে তেড়ে যান শাসকদলের পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। শুভেন্দুর উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, "কে আমার মেয়ের চাকরি করিয়েছে?" বিরোধী দলনেতার উদ্দেশে তৃণমূলের বিধায়ক তপন এও বলেন, "আমার নাকি কলকাতায় দুটো ফ্লাট! তার চাবি দাও আমাকে!"
শুভেন্দু-তপনের মধ্যে বেশ কয়েকমিনিট কথা কাটাকাটিও হয়। বিজেপি বিধায়কদের অভিযোগ, অকথ্য ভাষায় বিরোধী দলনেতাকে গালিগালাজও করেন তপন চট্টোপাধ্যায়। যদিও গালাগালির অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, "লোকসভা ভোটের প্রচারে আমার মেয়ের চাকরি ও কলকাতায় দুটো ফ্লাট রয়েছে বলে দাবি করেছিলেন শুভেন্দু। উনি আমাকে এবং আমার মেয়েকে অপমান করেছিলেন। তাই আজ লবিতে গিয়ে ওর কাছে কৈফিয়ত চেয়েছি।"