শেষ আপডেট: 30th January 2025 17:31
দ্য ওয়াল ব্যুরো: শর্ত সাপেক্ষে ধর্মতলার হগ মার্কেটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আদালত জানিয়েছে, ৩১ জানুয়ারি অর্থাৎ আগামীকাল শুক্রবার ধর্মতলা হগ মার্কেটের সামনে বিজেপি সভা করতে পারবে। সন্ধে সাড়ে ছ'টা থেকে ন'টা পর্যন্ত এই সভা করতে পারবে বিজেপি। তবে সমাবেশ স্থলের স্টেজের মাপ ৮ থেকে ১০ ফুটের বেশি করা যাবে না। মঞ্চে ৬জনের বেশি বসতে পারবে না। জমায়েতে আড়াইশো থেকে তিনশো বিজেপির কর্মী সমর্থক জমায়েত করতে পারবেন।
রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ এবং জনবহুল মার্কেট নিউমার্কেট। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আছেন কেনাকাটার জন্য। ফলে সমাবেশকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়, সে বিষয়ে পুলিশ এবং আয়োজকদের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
প্রসঙ্গত, এ বিষয়ে আগে পুলিশের কাছে আবেদন জানিয়েও অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির।মামলাকারীর অভিযোগ, ওই একই জায়গায় গত বুধবার এবং আজ বৃহস্পতিবার দু'টি সংগঠনের সভা হচ্ছে। অথচ বিজেপির ক্ষেত্রে আপত্তি করছে পুলিশ। মামলাকারীর বক্তব্য, "এই প্রথম নয়, এর আগেও বিজেপির প্রতিটি সভাতেই বাধা সৃষ্টি করেছে পুলিশ। বেছে বেছে পদ্ম শিবিরকেই টার্গেট করা হয়।"
ওই মামলাতেই শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিল আদালত।