শুভেন্দু অধিকারী ও চন্দ্রিমা ভট্টাচার্য।
শেষ আপডেট: 5th December 2024 13:29
দ্য ওয়াল ব্যুরো: গত ২৯ নভেম্বর বিধানসভায় আবাস যোজনার প্রসঙ্গে শাসকদলের উদ্দেশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, 'আসুন না একসঙ্গে পশ্চিমবঙ্গের সব গরিব মানুষের বাড়ি করে দিই!'
এবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে দিল্লিতে গিয়ে দরবার করার ইচ্ছা প্রকাশ করলেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে শুভেন্দু নিজেই একথা জানিয়েছেন! অধিবেশন কক্ষে এদিন শুভেন্দুকে বলতো শোনা যায়, "আপনারা বিধানসভার সর্বদলীয় প্রতিনিধিদল পাঠান। আমরা বিরোধীরাও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে দিল্লিতে গিয়ে দরবার করব।"
সাম্প্রতিক অতীতে তো বটেই, পালা বদলের জমানায় বিধানসভার অলিন্দে শাসক-বিরোধীর এমনতর সহবস্থানের নজির বিশেষ আছে বলে মনে করতে পারছেন না অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরাও। বরং কথায় কথায় বয়কটের ছবি দেখা গেছে। স্বভাবতই, বিরোধী দলনেতার এহেন মন্তব্য ঘিরে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
তবে ঘনিষ্ঠ মহলে শুভেন্দু জানিয়েছেন, তিনি কখনই রাজ্যের মন্ত্রীদের সঙ্গে দিল্লিতে দরবার করতে যাবেন না। এ প্রসঙ্গে এদিন বিধানসভার আলোচনায় রাজ্যের বিরুদ্ধে জমি না দেওয়ার বড় অভিযোগও এনেছেন বিরোধী দলনেতা।
শুভেন্দুর কথায়, "ভারত সরকার হাসিমারাতে বিমান পরিষেবার জন্য ৩৭.৭৪ একর জমি চেয়েছে। আপনারা দেননি। দমদম বিমানবন্দরে একটি রানওয়ে তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু ওখানে বাউন্ডারি ওয়াল করা যাচ্ছে না শুধু একটা মাজার থাকার জন্য। রাজ্য সরকার কেন সহযোগিতা করছে না? মালদহতে ৯ আসন বিশিষ্ট ফ্লাইট চালু করা যায়, কিন্তু ওখানেও আপনারা সহযোগিতা করছেন না।"
ঘটনার সূত্রপাত, এদিন বিধানসভার আলোচনায় উঠে এসেছিল, কীভাবে দমদম বিমানবন্দরে আরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা চালু করা যায়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রস্তাব আনেন। সঙ্গে সঙ্গে চন্দ্রিমার প্রস্তাবকে সমর্থন জানান শুভেন্দু। এ ব্যাপারে রাজ্যের পরিবহণ মন্ত্রী অংশ নিলে ভাল হত বলেও মন্তব্য করেন তিনি।
তাৎপর্যপূর্ণভাবে এদিনের সভায় সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গও উঠে আসে। শাসকদলের বিধায়কদের উদ্দেশে শুভেন্দু বলেন, "আপনারা যাকে তাড়িয়েছেন সিঙ্গুর থেকে, ওটা একটা বড় ভুল হয়েছে।" এইসময় শাসক বেঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে বলা হয়, "আপনিও তখন ছিলেন!" পাল্টা হিসেবে শাসকদলের সংশ্লিষ্ট বিধায়কের উদ্দেশে শুভেন্দুও ছুড়ে দেন টিপ্পনি, "আপনি তখন কোথায় ছিলেন? নির্দল!"