শেষ আপডেট: 28th July 2024 12:51
দ্য ওয়াল ব্যুরো: হাতে মাত্র দেড় বছর। তারপরই বাংলার বিধানসভা নির্বাচন। ২৬ এর ভোটে বাংলা দখলের ডাক বাস্তবায়িত করতে হলে কী করতে হবে তা জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর কথায়, "২৬ এ বাংলার ক্ষমতা দখল করতে হলে দুটি কাজ করতে হবে। এক, পুলিশের হাত থেকে ভোট পরিচালনার ক্ষমতা কাড়তে হবে। দুই, ভোটের আগে মানুষের ভয় কাটাতে হবে।"
এরপরই নির্বাচন কমিশনের প্রতি বিরোধী দলনেতার আর্জি, "বাংলার মানুষের অবাধ ভোটদান নিশ্চিত করতে হলে ইলেকশন কমিশনকে বলব, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনীকে পাঠাবেন না।"
শনিবার হলদিয়ায় এক কর্মসূচিতে একথা বলেন শুভেন্দু। বিজেপির অভিযোগ, এবারের লোকসভা ভোটে কমিশন বাংলায় বাহিনী পাঠালেও তাদের হাতে কোনও ক্ষমতা ছিল না। ফলে রাজ্য পুলিশকে কাজে লাগিয়ে তৃণমূলে অবাধে ভোট লুঠ করেছে।
জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শাসকদল তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ সদ্য সমাপ্ত লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে কটাক্ষের সুরে বলেন, "জনবিচ্ছিন্ন হয়ে হতাশা থেকে একথা বলছেন শুভেন্দু। এবং ওরা যা করছেন তাতে বাংলায় বিজেপি দলটা ২৬ অব্দি থাকবে কি না, সেটাই বড় প্রশ্ন!"
একই সঙ্গে কুণাল আরও বলেন, এবারের ভোটে তো সারা রাজ্যের মধ্যে বাংলাতেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সাত দফায় ভোটও করাল। তাতে তো বিজেপির আসন সংখ্যা গতবারের চেয়েও ৬টা কমে গেছে। যদিও শুভেন্দু হলদিয়ায় দাবি করেছেন, মানুষের ভয় কাটানো গেলেই শাসকের সঙ্গে ৩ শতাংশের ভোটের ফারাক টপকে বাংলার ক্ষমতা দখলে সমর্থ হবে বিজেপি।