শেষ আপডেট: 2nd January 2025 17:52
দ্য ওয়াল ব্যুরো: উল্টো ঝুলিয়ে সোজা করার নিদান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু বলেন, "যোগীর মতো মতো ২৬ সালে বাংলাতেও উল্টো ঝুলিয়ে সোজা করব।"
একই সঙ্গে সীমান্তে বিএসএফ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আনা অভিযোগও খন্ডন করেছেন বিরোধী দলনেতা। এদিন প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেন, সীমান্তে অনুপ্রবেশ করাচ্ছে বিএসএফ। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "রাজ্যের জন্যই সীমান্তে ৬০০ কিলোমিটার এলাকায় বেড়া দিতে পারেনি বিএসএফ। তৈরি করা যায়নি জওয়ানদের ১৭টি চৌকি। ফলে সীমান্তে অনুপ্রবেশের জন্য কারা দায়ী, তা সকলে জানেন।"
সীমান্ত এলাকায় নারীদের ওপরে জওয়ানরা অত্যাচার করছে বলেও এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার পাল্টা প্রশ্ন, "যদি সত্যি এমন ঘটনা ঘটে থাকে তাহলে এফআইআর করছেন না কেন? আসলে এগুলো সবই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা।"
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি এবং রাজ্যে মৌলবাদের মাথা চাড়া দেওয়ার বিরুদ্ধে এদিন হেঁড়িয়াতে সমাবেশের ডাক দিয়েছিল বিজেপি। ওই সভা থেকে শুভেন্দু বলেন, "ফিরহাদ হাকিম বলছে, ৩৩ থেকে ৫০ শতাংশ করবে, বাংলা দখল করবে। তাই নিজেদের অস্তিত্ত্ব বাঁচাতে হিন্দুদের এক হতে হবে।"
এ প্রসঙ্গে নাম না করে তৃণমূল কর্মীদের 'মৌলবাদের বাচ্চা', 'পাকিস্তানের বাচ্চা' বলেও কটাক্ষ করেন শুভেন্দু। বিজেপি কর্মীদের উদ্দেশে বলেন, "২১ সালে আমি মাননীয়াকে নন্দীগ্রামে হারিযেছি, ২৬ এ রাজ্যে ওনাকে প্রাক্তন করবে হিন্দুরা।" এখন থেকে বাংলার ঘরে ঘরে গীতা পাঠের জন্য বাড়ি বাড়ি গীতা বিলি করার কথাও জানান বিরোধী দলনেতা।